• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

গোপালগঞ্জে আইসোলেশন ওয়ার্ডে যুবক ভর্তি

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ৫ এপ্রিল ২০২০  

করোনার উপসর্গ নিয়ে এক যুবক (৩৫) গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়েছেন।

শনিবার (৪ এপ্রিল) রাত ১২টার দিকে ওই যুবক হাসপাতালে ভর্তি হন বলে গোপালগঞ্জ সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ নিশ্চিত করেন।

সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ জানান, রাতে করোনার উপসর্গ নিয়ে ওই যুবক ভর্তি হবার পর তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকার রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) পাঠানো হয়েছে।

এছাড়াও, গত তিন দিনে আরো ১৮ জনের নমুনা সংগ্রহ করে আইইডিসিআর-এ পাঠানো হয়েছে। এখনো পর্যন্ত পাঠানো নমুনার রিপোর্ট পাওয়া যায়নি।

এদিকে, জেলায় ১৪ দিনের হোম কোয়ারেন্টাইন শেষে সুস্থ জীবনে ফিরেছেন ৫৪ জন। আর ২৪ ঘণ্টায় নতুন করে ৬ প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে। এ নিয়ে জেলায় ১৮১ জন প্রবাসী হোম কোয়ারেন্টাইনে রয়েছে।

গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাদিকুর রহমান জানান, আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হওয়ায ওই যুবকের পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টাইনে পাঠানো হচ্ছে। তাদের সকল প্রকার সাহায্য সহযোগিতা করা হবে।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা