• বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৮ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

ঘণ্টায় ঘণ্টায় সেলফি না তুললেই আইনানুগ ব্যবস্থা!

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ৩১ মার্চ ২০২০  

হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের প্রতি ঘণ্টায় সেলফি তুলে পাঠাতে হবে সরকারকে। এমন সিদ্ধান্ত নিয়েছে ভারতের কর্ণাটক সরকার।
রাজ্য সরকার এক বিবৃতিতে জানিয়েছে, হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিরা যাতে মিথ্যা বলতে না পারেন তাই এ সিদ্ধান্ত। তাই সেলফি তুলে পাঠানোর জন্য একটি সাইট খুলেছে রাজ্য সরকার।
এ নির্দেশনা অমান্য করলেই বাড়িতে পৌঁছে যাবে রাজ্য সরকারের নির্দিষ্ট একটি দল। তারা আইনানুযায়ী ব্যবস্থা নেবে তাদের বিরুদ্ধে।
দক্ষিণের রাজ্যগুলোর মধ্যে কর্ণাটকেই মোট আক্রান্তের সংখ্যা ৮০, করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৩ জন। তাই সোমবার (৩০ মার্চ) থেকে এ নির্দেশিকা জারি করল কর্ণাটক রাজ্য সরকার।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা