• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

ঘরবন্দিদের বিনোদনে স্টার জলসা-জি বাংলা`য় পুরোনো ধারাবাহিক

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ৫ এপ্রিল ২০২০  

করোনা আতঙ্কে সকলেই প্রায় ঘরবন্দি। লকডাউনের ফলে দিনের পর দিন একঘেয়েমি আর ভালো লাগছে না গৃহিনীদের। তাই মন ভালো রাখার জন্য ভারতের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন সংস্থা দুরদর্শন ফিরেয়ে এনেছে রামানন্দ সাগরের ‘রামায়ণ’, বি.আর.চোপড়ার ‘মহাভারত’, শাহরুখ খান অভিনীতি ‘সার্কাস’, রজত কাপুর অভিনীতি ‘ব্যোমকেশ বক্সী’ এর মতো অতন্ত্র জনপ্রিয় ধারাবাহিকগুলিকে। 

দুরদর্শনের দেখানো পথেই এবার হাঁটতে যাচ্ছে স্টার জলসা, জি বাংলা এবং কালারস বাংলার মতো বেসরকারি বাংলা টেলিভিশন চ্যানেলগুলি। তারাও পুরানো ক্লাসিক টিভি ধারাবাহিকগুলিকে ফিরিয়ে আনতে যাচ্ছে ঘরবন্দি বাঙালির মন ভালো করতে।
 
সেই তালিকায় রয়েছে ‘এক আকাশের নীচে’, ‘গানের ওপারে’, ‘অগ্নিপরীক্সা’, ‘আমার দুর্গা’, ‘দ্বীপ জেলে যাই’, ‘গোয়েন্দা গিন্নি’, ‘ভুতু’, ‘সারেগামাপা’, ‘মীরাক্কেল’, ‘মহাপ্রভু শ্রী চৈতন্য’, ‘মনসা’, ‘বোঝেনা সে বোঝেনা’, ‘সংসার সুখের হয় রমনীর গুণে’এর মতো ছোট পর্দার জনপ্রিয় সিরিয়ালগুলি। 

মনস্তাত্মিকবিদদের অভিমত, দুপুরের দিকে বা সন্ধ্যা হতেই বাড়ির যে গৃহবধূরা টিভির সামনে বসে পড়তেন-লকডাউনে টিভির সিরিয়াল বন্ধের কারণে তাদের মানসিক চাপ, একঘেঁয়েমির মধ্যে সময় কাটাতে হচ্ছে। সেই সব মানুষের কাছে পুরানো বিনোদনগুলি অনেকটা রিলিফ দিতে পারে। 
আগামী ৬ এপ্রিল থেকে প্রতিদিন সন্ধ্যায় স্টার জলসায় দেখানো হবে মিমি চক্রবর্তী অভিনিত প্রথম ধারাবাহিক ‘গানের ওপারে’। ঋতুপর্ণ ঘোষ পরিচালিত এই ধারাবাহিকটি আবার দেখানোর খবর শুনে নষ্টালজিক অভিনেত্রী-সাংসদ মিমি। 

 

এ ব্যাপারে তিনি বলেন, ‘এটাই ছিল আমার প্রথম কাজ, কিন্তু শ্যুটিং’এ ব্যস্ত থাকার কারণে আমি এটা দেখতে পারিনি। সেসময় বহু মানুষ এই ধারাবাহিকের প্রশংসা করেছিলেন। অনেকে এও জিজ্ঞাসা করেছেন গানের ওপারে-২ নির্মিত হবে কি না। যাই হোক প্রায় দশ বছর পর, আমি এটা দেখতে পারবো। আমার মনে হয়, টিভির সামনে বসা এবং এটা দেখার সেরা সময়।’ 

এই ধরনের উদ্যোগ সম্পর্কে জি এন্টারটেনমেন্ট’এর ক্লাস্টার হেড (পূর্বাঞ্চল) সম্রাট ঘোষ বলেন, ‘আমি আশাবাদী যে জনপ্রিয় টিভি শোগুলির কারণে নস্টালজিয়া ফিরে আসবে এবং দর্শকদের তাদের পুরানো দিনগুলিতে ফিরিয়ে আনবে। পাশাপাশি এই কঠিন সময়ে তাদের মন ভালোর দিকে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করবে।’ 

ইতিমধ্যেই স্টার জলসা চ্যানেলের পক্ষ থেকে মহাভারতের বাংলা ডাবিং দেখানো শুরু হয়েছে। 

জি বাংলায় সম্প্রচারিত হওয়া ‘সুদীপার রান্নাঘর’এর সুদীপা চ্যাটার্জি বলেন, ‘পুরোনা জনপ্রিয় বাংলা টেলি ধারাবাহিক বা টেলি-সোপগুলি আমাদের জীবনে ওতপ্রতভাবে জড়িয়ে আছে। বয়স্ক মানুষ থেকে শুরু করে গৃহবধূ, পরিচারিকা সকলেই উপভোগ করতেন। লকডাউনের কারণে শ্যুটিং বন্ধ থাকায় নতুন এপিসোডও দেখানো হচ্ছে না। তাই আমার পুরোনো এপিসোডগুলিকে পুনরায় চালু করার জন্য বাড়িতেই কেবলমাত্র নতুন প্রোমো তৈরি করেছি।’   

মনস্তাত্মিকবিদ সব্যসাচী মিত্র বলেন, ‘একাধিক টিভি চ্যানেলে সংবাদ বা ডিবেট শো’এর মাধ্যমে যে ধরনের দৃশ্য তুলে ধরা হচ্ছে তা দেখার চেয়ে ধারাবাহিকগুলো মানুষের মানসিক চাপ কাটাতে কিছুটা সাহায্য করবে।’

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা