• বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৮ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

ঘরোয়া লিগ আয়োজনকারীদের সময়সীমা বেঁধে দিলো উয়েফা

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২০  

করোনাভাইরাসের কারণে সারাবিশ্বের ফুটবল থমকে আছে। আন্তর্জাতিক সূচি পিছিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সামনের বছরের মার্চ পর্যন্ত। তবে ক্লাব ফুটবলের খেলা এই বছর আয়োজনের চেষ্টায় আছে বিভিন্ন দেশের লিগ কর্তৃপক্ষ। তবে করোনাভাইরাসের প্রভাবে স্থগিত থাকা ঘরোয়া লিগগুলোর ভাগ্যে ঝুলছে অনিশ্চয়তার সুতোয়।

যদিও উয়েফা চাইছে ক্লাব ফুটবলের খেলা হোক। এছাড়াও চলতি বছরের উয়েফা চ্যাম্পিয়নশিপ, ইউরোপিয়ান লিগ আয়োজনের পরিকল্পনা রয়েছে তাদের। এমনকি ইউরোপিয়ান ক্লাব টুর্নামেন্টের আগামী মৌসুম নিয়েও পরিকল্পনা করতে চায় উয়েফা। আর তাই লিগ নিয়ে সদস্য দেশগুলোর পরিকল্পনা জানতে চাইছে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। এ জন্য ঘরোয়া টুর্নামেন্ট আয়োজনকারী কর্তৃপক্ষকে সময়সীমা বেঁধে দিয়েছে সংস্থাটি।

উয়েফা সদস্যভুক্ত ৫৫ ফেডারেশনকে চিঠি দিয়ে জানিয়েছে, আগামী ২৫ মে’র মধ্যে নিজেদের লিগ নিয়ে পরিকল্পনা জানাতে। সেখানে বলা হয়েছে, মৌসুম পুনরায় শুরুর তারিখ ও কোন ফরম্যাটে খেলা হবে সেটি জানাতে হবে। এছাড়া যদি মৌসুম বাতিল করা হয় তবে মৌসুম বাতিলের কারণ জানিয়ে কোন দলগুলো ইউরোপিয়ান প্রতিযোগিতায় অংশ নিতে পারবে তার একটি তালিকা করে দিতে হবে।

ইতিমধ্যে শীর্ষ লিগগুলোর মধ্যে নেদারল্যান্ডস, ফ্রান্স ও বেলজিয়ামের লিগ বাতিল ঘোষণা করা হয়েছে। তবে জার্মান বুন্দেসলিগা, ইতালিয়ান সিরি আ, স্প্যানিশ লা লিগা ও ইংলিশ প্রিমিয়ার লিগ জানিয়েছে, তারা তাদের ঘরোয়া মৌসুম শেষ করতে চায়।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা