• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

চিতলমারী-কচুয়া : বিদেশফেরত ৫৬৪ জন হোম কোয়ারেন্টাইনে

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ১৮ মার্চ ২০২০  

বাগেরহাটের চিতলমারী ও কচুয়া উপজেলায় সদ্য বিদেশ হতে ফিরেছে ৫৬৪ জন। তাদের হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে। বুধবার (১৮ মার্চ) চিতলমারী ও কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মারুফুল আলম এই তথ্য নিশ্চিত করেন। এর মধ্যে চিতলমারী উপজেলায় ৪২৭ জন এবং কচুয়া উপজেলায় ১৩৭ জন। চলতি মার্চ মাসে তারা এ দেশে ফিরেছে বলে ইউএনও কার্যালয় সূত্র জানায়।

ইউএনও মো. মারুফুল আলম বলেন, ভারত, সৌদি আরব, মালয়েশিয়া, আমেরিকা, জর্ডান, সিঙ্গাপুর, ওমান, ইরাকসহ বিভিন্ন দেশ হতে তারা বাড়ি ফিরে এসেছে। তবে আজ পর্যন্ত এই উপজেলায় কোনো করোনা রোগীর সন্ধান মেলেনি। করোনা প্রতিরোধের জন্য প্রতিটি ওয়ার্ডে পর্যবেক্ষণ কমিটি করা হয়েছে। 

চিতলমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মামুন হাসান জানান, হাসপাতালে করোনা রোগীদের জন্য বিশেষ পাঁচটি শয্যা এবং চিতলমারী সরকারি এসএম মডেল মাধ্যমিক বিদ্যালয়ে ১০০টি সাধারণ শয্যা প্রস্তুত করা হয়েছে। অপরদিকে, কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা, দিপঞ্জয় বিবর জানান, হাসপাতালে করোনা রোগীদের জন্য বিশেষ পাঁচটি শয্যাসহ অন্যান্য প্রস্তুতি ও প্রচারণা চলমান রয়েছে।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা