• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

চিতলমারীতে সদ্য বিদেশ ফেরত ১৬১ জনের বাড়িতে উড়ছে লাল পতাকা

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২৫ মার্চ ২০২০  

চিতলমারীতে সদ্য বিদেশ ফেরত ১৬১ জনের বাড়িতে উড়ছে লাল পতাকা। গত সোমবার থেকে বুধবার বিকেল পর্যন্ত উপজেলা প্রশাসন ও ভাইরাস প্রতিরোধ কমিটির লোকজন জেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সিদ্ধান্তে এ পতাকা টানান। প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ও জনসাধারণকে সতর্ক করতেই এ লাল পতাকা টানানো হয়।

চিতলমারী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফুল আলম সাংবাদিকদের জানান, উপজেলার ৭টি ইউনিয়নের বিভিন্ন গ্রামে সম্প্রতি ৪৪৮ জন বিদেশ থেকে বাড়িতে ফিরেছেন। তাদের মধ্যে ২৫৬ জনের হোম কোয়ারেন্টাইন শেষ হয়েছে। বাকি সদ্য বিদেশ ফেরত ১৬১ জন হোম কোয়ারেন্টিনে রয়েছেন। প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ও জনসাধারণকে সতর্ক করতেই তাদের বাড়িতে এ লাল পতাকা টানানো হয়েছে। এই লাল পতাকা দেখে সাধারণ মানুষ নিজের নিরাপত্তার কথা ভেবে ওই বাড়িসহ সেখানকার লোকজনকে এড়িয়ে চলবে। এ ছাড়া ৩১ জন বিদেশ ফেরত ব্যাক্তিকে ঠিকানা মত না পাওয়ায় তাদের তল্লাশি চালানো হচ্ছে।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা