• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

চিতলমারীতে সালিশ বৈঠকে হামলায় আহত-৩

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ১৬ মার্চ ২০২০  

চিতলমারীতে ক্রিকেট খেলা নিয়ে বিরোধের জেরে সালিশ বৈঠকে প্রতিপক্ষের হামলায় অবসরপ্রাপ্ত বন কর্মকর্তাসহ তিনজন আহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় উপজেলার কলাতলা এলাকায় এ হামলার ঘটনা ঘটে। গ্রামবাসিরা আহতদের উদ্ধার করে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পার্শ¦বর্তী টুঙ্গিপাড়া হাসপাতালে ভর্তি করেছে। এ ঘটনায় ওই এলাকার দু’টি পক্ষের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। কলাতলা ইউনিয়নের ৫ নং ওয়ার্ড সদস্য মোঃ মনিরুজ্জামান ফকির রবিবার স্থানীয় সাংবাদিকদের জানান, গত ১৩ মার্চ (শুক্রবার) বিকাল ৪ টার দিকে কলাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে কালাম শেখের ছেলে নাইম শেখ ও জসীমের সাথে একই এলাকার শামিম শেখের ছেলে রাশিক শেখ, তাসিক শেখ ও আলফাজ ফকিরের ছেলে কালিম ফকিরের সাথে কথা কাটাকাটি এবং হাতাহাতি হয়।

এ ঘটনার পরের দিন শনিবার ওই মাঠে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে আপোষ-মিমাংশার জন্য সালিশ বৈঠক বসে। এ সময় মিমাংশার এক পর্যায়ে প্রতিপক্ষ ৫/৬ জন লোক অতর্কিত হামলা চালায়। এ হামলায় জাফর মোল্লা (৫৫), জসীম শেখ (৪৭) ও অবসরপ্রাপ্ত বন কর্মকর্তা আবুল কালম শেখ (৭০) আহত হন। স্থানীয়রা জাফর মোল্লা ও জসীম শেখকে উদ্ধার করে টুঙ্গিপাড়া হাসপাতালে ও আবুল কালাম শেখকে চিতলমারী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় ওই এলাকার দু’টি পক্ষের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

এ ব্যাপারে শামীম শেখ সব অভিযোগ অস্বীকার করে জানান, কালাম শেখের লোকজনই তাদের ওপর হামলা করেছে। তবে চিতলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর শরিফুল হক জানান, বিষয়টি জানতে পেরে ওই দিনই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে কোন পক্ষই লিখিত কোন অভিযোগ দায়ের করেননি। বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ মিমাংশার কথা বলেছেন বলেও তিনি উল্লেখ করেন।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা