• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

চিতলমারীর বেহাল রাস্তায় ভোগান্তিতে ২০ গ্রামের মানুষ

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ৮ নভেম্বর ২০১৮  

বাগেরহাটে চিতলমারী উপজেলা পাটরপাড়া-বাখেরগঞ্জ সড়কের বেহাল দশায় ভোগান্তির মধ্যে রয়েছে আশপাশের ২০ গ্রামের জনসাধারণ। গুরুত্বপূর্ণ এ সড়কটি দীর্ঘদিন কোন সংস্কার না করার কারনে বিভিন্ন স্থানে ছোট-বড় অনেক গর্ত। আর এ কারণে ৯ কিলোমিটার রাস্তা এখন ২০ গ্রামের মানুষের জীবনে চরম ভোগান্তি হয়ে দেখা দিয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, চিতলমারী উপজেলা সদর বাজার থেকে পল্লী বিদ্যুৎ অফিসের সামনে দিয়ে চিতলমারী-পাটরপাড়া-বাখেরগঞ্জ বাজার সড়কটি প্রায় ১৮ বছর আগে নির্মাণ হয়। নিম্নমানের সামগ্রী দিয়ে নির্মাণের কারণে অল্পদিনের মধ্যেই সড়কের কার্পেটিং উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়। দীর্ঘ ৬-৭ বছর রাস্তাটিতে কোন মেরামত বা সংস্কারের কাজ না হওয়ায় এটি একেবারে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এক সময় এই রাস্তায় প্রতিদিন শতাধিক ভ্যান, ৫০টি অটোবাইক ও ২০টি নছিমন এবং ভটভটি চলাচল করত। কিন্তু বর্তমানে রাস্তাটির বেহাল দশার কারণে কুরমুনি, খড়মখালী, সুরশাইল, ব্রক্ষ্মগাতি, দুর্গাপুর, শ্যামপাড়া, খুদাড়ী, পাটরপাড়া, সাবোখালী, দানোখালী, চৌদ্দহাজারী, সন্তোষপুর, আদিখালী, কাঠিপাড়া, রায়গ্রাম, করাতেরদিয়া, মান্দ্রা, বাদোখালী, আলীপুর ও বাখেরগঞ্জসহ ২০ গ্রামের মানুষের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
স্থানীয় জামাল ফরাজী ও রেজাউল খানসহ অনেকে বলেন, দীর্ঘদিন ধরে রাস্তাটি সংস্কার না করার কারণে রাস্তাটিতে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। বর্তমানে রাস্তাটির অবস্থা এতটাই খারাপ যে রাস্তাটি দিয়ে যানবাহন তো দূরের কথা পায়ে হেটে চলতেও জনসাধারণের কষ্ট হয়। গুরুত্বপূর্ণ এই রাস্তাটি এ অঞ্চলের মানুষের জীবন ও জীবিকার সাথে জড়িত। তাই আমরা দ্রুত এ রাস্তাটি সংস্কারের দাবি জানাচ্ছি।  
এ ব্যাপারে চিতলমারী উপজেলা প্রকৌশলী মোঃ জাকারিয়া হোসেন জানান, গুরুত্বপূর্ণ এ সড়কটি সংস্কারে জন্য ইতি মধ্যে সংশ্লিষ্ট দপ্তরে ইস্টিমেট ইতিমধ্যে পাঠানো হয়েছে। আশা করছি টেন্ডার আহক্ষানের মাধ্যমে দ্রুত সড়কটির সংস্কার কাজ শুরু করা হবে।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা