• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

চেক রিপাবলিকের বিপক্ষে সাতজনকে পাচ্ছে না বেলজিয়াম

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২৭ মার্চ ২০২১  

বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে চেক রিপাবলিকের বিপক্ষে দলের সাতজন গুরুত্বপূর্ণ সদস্যকে পাচ্ছে না বেলজিয়াম। কোয়ারেন্টিন বিধিনিষেধ এবং ইনজুরির কারণে এমন সমস্যায় পড়তে হয়েছে বিশ্বকাপের গত আসরের সেমিফাইনালিস্টদের।

ই’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ সময় শনিবার রাত পৌনে দুইটায় প্রাগে স্বাগতিকদের মুখোমুখি হবে ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষ দলটি।

জার্মানিতে বসবাসকারীদের জন্য চেক রিপাবলিকে ভ্রমণে কোয়ারেন্টিন বিধিনিষেধ রয়েছে। তাই সেখানে যেতে পারছেন না বুন্দেসলিগায় খেলা পাঁচ ফুটবলার-হের্টা বার্লিনের দেদ্রিক বোইয়াতা, ভলফসবুর্গের কুন কাসতিলস, স্টুটগার্টের ওরেল মানগালা, বরুশিয়া ডর্টমুন্ডের তমা মুনিয়ে ও তোরগ্যান হ্যাজার্ড।

আরও দুই ফুটবলারকে বেলজিয়াম হারিয়েছে চোটের কারণে। পায়ের ইনজুরিতে মাঠের বাইরে অ্যাটলেটিকো মাদ্রিদের মিডফিল্ডার ইয়ানিক কারাসকো। আর গত বুধবার ওয়েলসের বিপক্ষে জেতা ম্যাচে চোট পান টমাস ভারমালেন।

উল্লেখ্য, বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে গ্যারেথ বেলের ওয়েলসের বিপক্ষে মাঠে নেমেছিল এডেন হাজার্ডের বেলজিয়াম। এদিন ম্যাচে পাত্তাই পায়নি বেল বাহিনী। ম্যাচটি ৩-১ গোল ব্যবধানে জিতেছে বেলজিয়াম। ম্যাচে দলের হয়ে একটি করে গোল করেন কেভিন ডি ব্রুইন, থোরগ্যান হ্যাজার্ড এবং রোমেলু লুকাকু। আর ওয়েলসের হয়ে একমাত্র গোলটি করেন হ্যারি উইলসন।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা