• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

ছুটির পরও চলবে প্রাথমিকের অনলাইন পাঠদান

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২০ এপ্রিল ২০২০  

করোনাভাইরাস সংক্রমণ রোধে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় গত ৭ এপ্রিল থেকে 'ঘরে বসে শিখি' শিরোনামে শুরু হয়েছে সংসদ টেলিভিশনের ক্লাস।

তবে শুধু টেলিভিশনে নয়, যারা ক্লাস মিস করবে তারা যেকোনো সময় এ ক্লাস দেখতে পারবে ইউটিউবে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. ফসিহউল্লাহ বলেছেন, ভিডিও ক্লাস সংসদ টেলিভিশনে প্রচারের পাশাপাশি অনলাইন পোর্টালে আপ করা হবে। এসব ভিডিও ইউটিউবেও সংরক্ষণ করা হবে। শিক্ষার্থীরা প্রয়োজন মতো এখান থেকে বিষয়ভিত্তিক ক্লাস পুনরায় দেখতে পারবে।

শিক্ষার্থীরা ঘরে বসে পাঠ নিতে পারবে জানিয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আকরাম আল হোসেন বলেন, এটি অল্প কিছুদিনের জন্য নয়; দীর্ঘ সময়ের জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের মা-বাবাদের মোবাইল নম্বর আমাদের কাছে রয়েছে। এক্ষেত্রে তাদের পাঠ নিতে সহজ হবে।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা