• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

জনগণের পাশে না দাঁড়িয়ে বিএনপি সরকারের বিষোধগার করছে: কাদের

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ১৯ মে ২০২০  

করোনাভাইরাস সংকটে বিএনপি দায়িত্বশীল আচরণ করছে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ সোমবার সকালে সংসদ ভবন এলাকায় সরকারি বাসভবনে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

সেতুমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগের নেতাকর্মীরা সংকটের শুরু থেকে অসহায় গরিব মানুষের পাশে আছে। আমি আমাদের নেতাকর্মীদের আসন্ন ঈদে কর্মহীন, বেকার, ভাসমান মানুষের পাশে থাকার আহ্বান জানাচ্ছি। সরকারি সহায়তার পাশাপাশি অসহায় কর্মহীন মানুষের পাশে সবার আগে ছুটে গেছে আওয়ামী লীগ। চালিয়ে যাচ্ছে নানামুখী সহায়তা।

‘অথচ বিএনপি এ সময় দায়িত্বশীল রাজনৈতিক দলের ভূমিকায় আচরণ না করে, জনগণের পাশে না দাঁড়িয়ে সরকারে বিরুদ্ধে প্রতিনিয়ত বিষোধগার করে যাচ্ছে। প্রকৃতপক্ষে বিএনপির নেতিবাচক রাজনীতির কারণে তাদের নিজেদেরই দেয়ালে পিঠ ঠেকে গেছে।’

ঈদে অযথা ভীড় না করে সবাইকে যার যার অবস্থানে থেকে স্বাস্থ্যবিধি মেনে ছুটি কাটানোর অনুরোধ জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তিনি বলেন, ‘আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি ঈদকে সামনে রেখে, দলে দলে মানুষ গ্রামের দিকে ছুটে যাচ্ছেন। এ ছাড়া ঈদ উপলক্ষে বিভিন্ন মার্কেটে অতিরিক্ত ভীড় সংক্রমণের ঝুঁকি বাড়াচ্ছে। এ সময়ে সবাইকে যার যার অবস্থানে থেকে স্বাস্থ্যবিধি মেনে ছুটি কাটানোর অনুরোধ করছি। সামান্যতম উপেক্ষা নিজের এবং আশপাশের মানুষের জন্য ভয়াবহ পরিস্থিতি তৈরি করতে পারে।’

করোনাভাইরাসের সংকটের রাত যত গভীর হবে সম্ভাবনার সুবর্ণ সকাল ততই ঘনিয়ে আসবে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। করোনাযুদ্ধে ফ্রন্টলাইনে যারা যারা লড়াই করছেন তাদের কোনো অবস্থাতেই মনোবল না হারানোর এবং ধৈর্য ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘এ সময়ে আপনারা যে ঝুঁকিপূর্ণ কাজ করছেন, দেশ ও দেশবাসী আপনাদের প্রতি শ্রদ্ধাশীল। আপনারা হতাশ হবেন না। শেখ হাসিনার নেতৃত্বে সম্মিলিত প্রয়াসে আমরা ইনশা আল্লাহ জয়ী হবো।’

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা