• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

জমির মালিকদের বাড়ি বাড়ি গিয়ে চেক বিতরণ

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২০  

বাগেরহাটের প্রত্যন্ত গ্রামে জন ভোগান্তি লাঘবে এবং দালালদের দৌরাত্বে হাত থেকে রক্ষা করতে জমির অধিগ্রহণকৃত মালিকদের বাড়ি বাড়ি গিয়ে জেলা প্রশাসন চেক বিতরণ করেছেন। 

শুক্রবার সকালে রামপাল উপজেলার উজলকুড় ইউনিয়নের কদমী বামনডহর গ্রামের কয়েকটি বাড়ি গিয়ে তাদের জমি অধিগ্রহনের প্রাপ্ত টাকার চেক বিতরণ করেন বাগেরহাট জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক মো. কামরুল ইসলামের নেতৃত্বে ভূমি অধিগ্রহণ কর্মকর্তারা। জেলা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন জমির মালিকরা ও এলাকাবাসি।

এর আগে উপজেলার কদমদী বামনডহর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে খুলনা-মোংলা রেললাইন ও খানজাহান আলী বিমানবন্দরের জন্য অধিগ্রহণ করা জমির গণশুনানী করা হয়। এসময় উপস্তিত ছিলেন, জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ কর্মকর্তা আলীমুজামান মিলন, কানুনগো নাইম উদ্দিন খান, সার্ভেয়ান ইমরান হোসেন ও মো জাকির হোসেন । আশপাশের বেশ কয়েকটি এলাকার জমির মালিকরা হাজির হন গণশুনানীতে। 

জেলা প্রশাসন জানায়, জন ভোগান্তি লাঘবে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত মালিকদের বাড়ির আঙিনায় গণশুনানি বাড়ি বাড়ি গিয়ে চেক বিতরণ করা হয়। 

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা