• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

ঝিনাইদহে জ্বর-সর্দিতে আক্রান্ত এক বৃদ্ধের মৃত্যু

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ৪ এপ্রিল ২০২০  

ঝিনাইদহের কোটচাঁদপুরে জ্বর-সর্দিতে আক্রান্ত এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এদিকে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে মৃতদেহের নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে আইইডিসিআরে। একই সাথে কয়েকটি বাড়ি ও সড়ক লকডাউন করা হয়েছে।

নিহত এনামুল নামের এ বৃদ্ধ কর্মজীবনে একজন পুলশ সদস্য ছিলেন। আজ শনিবার সকালে শহরের গার্লস স্কুল রোডের নিজ বাড়িতে তিনি মারা যান।

ঝিনাইদহ সিভিল সার্জনের পক্ষ থেকে এ অবস্থার খবর পেয়ে তার বাড়ি সহ আরও কয়েকটি বাড়ি লকডাউন করা হয়েছে। একই সাথে বাড়ি সংলগ্ন রাস্তাটি প্রশাসন লকডাউন করেছে।
ঝিনাইদহের সিভিল সার্জন সেলিনা গেগম জানান, মৃত বৃদ্ধের জ্বর-সর্দি এ্যাজমা হয়েছিল তা জানায়নি। তার পরিবারের লোকজন বিষয়টি গোপন করেছিল। ফলে সিভিল সার্জন অফিস পদক্ষেপ নিতে পারেনি।

এদিকে কোঁটচাঁদপুরের স্থানীয় এক সাংবাদিক জানান, ১০/১২ দিন আগে ফরিদপুর থেকে ফিরেই এ বৃদ্ধ জ্বর-সর্দি, হাঁছি সহ করোনার নানা উপসর্গতে আক্রান্ত বলে ধারণা করা হচ্ছিল। আজ সকালে তার মৃত্যু হয়েছে ।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা