• বুধবার ১৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৩ ১৪৩১

  • || ০৭ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

টি-২০তে নতুন অধিনায়ক লিটন দাস

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ১ এপ্রিল ২০২১  

ইনজুরির কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ টি-২০ খেলতে পারছেন না বাংলাদেশের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। দ্বিতীয় ম্যাচ চলাকালীন বাঁ উরুর পেশিতে টান পেয়েছেন তিনি। তার জায়গায় শেষ ম্যাচে দলকে নেতৃত্ব দেবেন লিটন কুমার দাস।

রিয়াদ ও মুশফিক না খেলায় দীর্ঘ সময় পর দেশের ক্রিকেটের ফ্যান্টাসিক ফাইভ বা পঞ্চপাণ্ডবকে ছাড়া খেলতে নামছে বাংলাদেশ। এ ম্যাচে লিটন দাসের অধিনায়কত্ব করার বিষয়টি নিশ্চিত করেছেন নিউজিল্যান্ড সফরে বাংলাদেশের টিম লিডার জালাল ইউনুস।

বৃহস্পতিবার ভোরে (নিউজিল্যান্ডে তখন দুপুর) দেশের এক গণমাধ্যমকে জালাল ইউনুস বলেন, আজকের ম্যাচে মুশফিক-মাহমুদউল্লাহর কেউই দলে থাকছে না। দুজনেরই ফিটনেসে সমস্যা আছে। ইনজুরিজনিত কারণে ম্যাচ ফিটনেসের অভাব। তাই তারা আজ খেলবে না। রিয়াদ না খেলায় দলকে নেতৃত্ব দেবেন লিটন।

২০০৯ সালের পর থেকে টি-২০ ফরম্যাটে পঞ্চপান্ডবের বাইরে আর কেউই বাংলাদেশের অধিনায়কত্ব করেননি। ফলে দীর্ঘ এক যুগ পর এ পাঁচজনের বাইরে টস করতে নামছেন নতুন কেউ। 

লিটন দাস টস করার মধ্য দিয়ে বাংলাদেশের টি-২০ ইতিহাসের সপ্তম এবং সবমিলিয়ে ১৮তম অধিনায়ক হবেন। বাংলাদেশকে এখন পর্যন্ত টি-২০ ক্রিকেটে নেতৃত্ব দিয়েছেন যথাক্রমে শাহরিয়ার নাফিস, মোহাম্মদ আশরাফুল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাশরাফী বিন মোর্ত্তজা ও মাহমুদউল্লাহ।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা