• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

তালায় ৩০০ পরিবার পেল স্বাস্থ্য সুরক্ষা উপকরণ

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ৩১ মার্চ ২০২০  

সাতক্ষীরা তালা উপজেলায় দলিত ও নিম্ন আয়ের ৩০০ পরিবার পেল স্বাস্থ্য সুরক্ষা উপকরণ। সাতক্ষীরা জেলা ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে এই স্বাস্থ্য সুরক্ষা উপকরণ দেওয়া হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) তালা শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয় ও জাতপুর সমকাল মাধ্যমিক বিদ্যাপীঠ চত্বরে তাদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা উপকরণ তুলে দেন সাতক্ষীরা জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ ।

তালা উপজেলার আটারই, খানপুর ও খলিলনগর এলাকার দলিত ও নি¤œ আয়ের ৩০০ পরিবারকে স্বাস্থ্য সুরক্ষা উপকরণ  সাবান, ব্লিচিং, মাস্ক ও বেবী ফুডস দেওয়া হয়। 

এ সময় আরো উপস্থিত ছিলেন, জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফাহিমুল হক কিসলু, সম্পাদক মন্ডলীর সদস্য উপাধ্যক্ষ মহিবুল্লাহ মোড়ল, তালা উপজেলার ওয়ার্কার্স পার্টির সভাপতি অধ্যাপক সরদার রফিকুল ইসলাম, তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন, তালা প্রেসক্লাবের সভাপতি ও খলিলনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলু, ওয়ার্কার্স পার্টির নেতা মফিজুল হক জাহাঙ্গীর ও মনোজিৎ ঘোষ প্রমুখ।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা