• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

তিস্তা নদী খননের উদ্যোগ নিয়েছে সরকার

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২০  

পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, তিস্তা নদীর ১১৩ কিলোমিটার খননের উদ্যোগ নিয়েছে সরকার। পাশাপাশি তিস্তা নদীর ভাঙন রোধ করে উভয় তীরে শিল্প-কলকারখানা গড়ে তোলা হবে। এতে করে এলাকার মানুষের জীবনমানের ব্যাপক উন্নতি হবে। শনিবার লালমনিরহাট সদর উপজেলার রাজপুর ও আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নের ভাঙনকবলিত এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। প্রতিমন্ত্রী আরও বলেন, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন রোধে জনগণকে সজাগ থাকতে হবে। নইলে ভাঙন রোধে নির্মিত স্পার বাঁধগুলো রক্ষা করা কঠিন হয়ে দাঁড়াবে। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান, জেলা প্রশাসক মো. আবু জাফর, সদর উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, আদিতমারী ইউএনও মুহাম্মদ মনসুর উদ্দিন প্রমুখ। এদিকে তিস্তার ভাঙন এলাকা ঘুরে দেখার সময় আদিতমারী উপজেলার চৌরাহা এলাকার মানুষ নদীর তীরে স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেন। প্রতিমন্ত্রী সেখানে নৌকা থামিয়ে তাদের সঙ্গে কথা বলেন। এ সময় প্রতিমন্ত্রী ভাঙনকবলিত এলাকায় দ্রুত স্থায়ী ও কার্যকর পদক্ষেপ নেয়া হবে বলে কর্মসূচিতে অংশ নেয়া মানুষকে আশ্বস্ত করেন।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা