• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশির হাতে বাংলাদেশি খুন

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ৩ এপ্রিল ২০২০  

দক্ষিণ আফ্রিকায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ইব্রাহিম খলিল সোহেল (২৭) নামের এক বাংলাদেশিকে কুপিয়ে হত্যা করেছেন ফরিদগঞ্জেরই রুবেল হোসেন। শুক্রবার ভোরে দক্ষিণ আফ্রিকার জোহনেসবার্গের ব্লুটেন শহরে এ ঘটনা ঘটে।

ইব্রাহিম খলিল সোহেল ফরিদগঞ্জ সদরের গোলাপ সর্দারের ছেলে। তার পরিবারের লোকজন জানায়, ৮ বছর আগে দক্ষিণ অফ্রিকায় পাড়ি জমান সোহেল। তার বৈধ কাগজপত্র না থাকায় পার্শ্ববর্তী চরদুখিয়া পূর্ব ইউনিয়নের সন্তোষপুর গ্রামের দক্ষিণ আফ্রিকা প্রবাসী রুবেল হোসেনের কাছে দোকান কেনার জন্য টাকা জমা রাখেন তিনি। শুক্রবার সকালে পাওনা টাকা চাইলে কথা কাটাকাটির এক পর্যায়ে সোহেলকে ছুরিকাঘাত করেন রুবেল। পরে স্থানীয় বাংলাদেশিরা সোহেলকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

সোহেলের মৃত্যুর সংবাদে তার গ্রামের বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জের পোয়া গ্রামে পৌঁছালে স্বজনরা মাতম করতে থাকে। নিহত সোহেলের বাবা গোলাপ সর্দার বলেন, ‘আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমি ও আমার পরিবার দক্ষিণ আফ্রিকা সরকারের কাছে খুনির বিচার দাবি করছি।‘

 

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা