• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

দেশে করোনায় আরও ৬ জনের মৃত্যু, নতুন সনাক্ত ৯৪ জন

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ১০ এপ্রিল ২০২০  

করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় মারা গেলেন ৬ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ২৭ জনে গিয়ে ঠেকলো। এছাড়া বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪২৪। শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে করোনা ভাইরাস নিয়ে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন আইইডিসিআর পরিচালক মীরজাদি সেব্রিনা ফ্লোরা ।

এর আগে গতকাল বৃহস্পতিবার আক্রান্তের সংখ্যা ছিল ১১২ জন। এছাড়া আরেকজনের মৃত্যু হয়। দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। এরপর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

মহামারি করোনাভাইরাসে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা এখন প্রায় ৯৬ হাজার। শুক্রবার এই প্রতিবেদন লেখা পর্যন্ত এ সংখ্যা এখন ৯৫ হাজার ৭২২ জন। আর আক্রান্তের সংখ্যা এখন ১৬ লাখ ৩ হাজার ৭১৯ জন।  

 

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা