• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

নানা কর্মসূচির মধ্যদিয়ে কচুয়ায় মহান স্বাধীনতা দিবস পালিত

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২৬ মার্চ ২০২১  

নানা কর্মসূচির মধ্যদিয়ে কচুয়ায় মহান স্বাধীনতা দিবসের সুবর্ণ জয়ন্তি পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের আয়োজনে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সুচনা হয়। সুর্যদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৮টায় মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধে পুস্পমাল্য অর্পণ করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এসএম মাহফুজুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথ, ভাইস চেয়ারম্যান শিকদার ফিরোজ আহমেদ,মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা সরোয়ার, থানা অফিসার ইনচার্জ মো.মনিরুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হাজরা জাহিদুল ইসলাম মন্নু, ডেপুটি কমান্ডার শিকদার হাবিবুর রহমানসহ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা।

পুষ্পমাল্য অর্পণ করেন, উপজেলা পরিষদ, বাংলাদেশ আওয়ামীলীগ, মুক্তিযোদ্ধা সংসদ, কচুয়া প্রেসক্লাব, স্বাস্থ্য কমপ্লেক্স, পল্লীবিদ্যুৎ সমিতি, কচুয়া সদর ইউনিয়ন পরিষদ, মঘিয়া ইউনিয়ন পরিষদ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন বেসরকারি সংস্থা ও সংগঠন।

পরে সরকারী সিএস পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন সালাম গ্রহন করেন, উপজেলা চেয়ারম্যান এসএম মাহফুজুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথ, থানা অফিসার ইনচার্জ মো.মনিরুল ইসলাম। জাতীয় সংগীত শেষে শান্তির প্রতিক পায়রা উড়ানো হয়।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধাদের সম্বর্ধনা দেয়া হয়। সন্ধ্যায় শেখ তন্ময় অডিটরিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা