• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

নির্দেশনা না মানলে আরো কঠোর হওয়ার হুঁশিয়ারি আইনশৃঙ্খলা বাহিনীর

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ৪ এপ্রিল ২০২০  

করোনা নিয়ে এখনো সচেতন নন দেশের বিভিন্ন এলাকার লোকজন। পুলিশ ও সেনা টহলের মধ্যেও রাস্তার মোড়ে মোড়ে জটলা পাকাচ্ছেন অনেকেই। সাধারণ মানুষদের বোঝাতে হিমশিম খাচ্ছেন তারা। নির্দেশনা না মানলে আরও কঠোর হওয়ার হুঁশিয়ারি দেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

করোনা প্রতিরোধে রংপুরে এবার কঠোর অবস্থানে প্রশাসন। নগরীর বিভিন্ন রাস্তায় কিছুক্ষণ পর পর চেকপোস্ট বসিয়ে মানুষ ও যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। অব্যাহত রয়েছে সেনাবাহিনীর টহলও। এরইমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।

যশোরে শারীরিক দূরত্ব বজায় রাখা ও নির্দিষ্ট দূরত্বে থেকে কেনাকাটা করে দ্রুত বাড়ি ফেরার আহ্বান জানিয়ে শহরের অলিগলিতে টহল দিচ্ছেন পুলিশ ও সেনাসদস্যরা। নির্দেশনা না মানলে করা হচ্ছে জরিমানা।

টাঙ্গাইল শহরের ৪টি গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায় পুলিশ। প্রয়োজন ছাড়া অহেতুক সড়কে প্রাইভেট গাড়ি নিয়ে বের না হওয়ার জন্য সতর্ক করা হয়।

সাতক্ষীরায় সেনা টহলের পর জনসমাগম কিছুটা কমেছে। তবে কিছু কিছু এলাকার বাজারে এখনো মানা হচ্ছেনা শারীরিক দূরত্ব। মাইকিং করে সবাইকে সতর্ক করছেন আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী।

এছাড়া করোনা ভাইরাসের সক্রামণ ঠোকাতে হোম কোয়ারেন্টাইন নিশ্চিতে খুলনা, বরিশাল, ঠাকুরগাঁও, নওগাঁ, ঝিনাইদহসহ দেশের বিভিন্ন স্থানে টহল অব্যাহত রেখেছে পুলিশ ও সশস্ত্র বাহিনীর সদস্যরা।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা