• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

নড়াইলে ৩ চিকিৎসকের করোনা পজেটিভ

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২০  

নড়াইলে গত ২৪ ঘন্টায় নতুন করে আরো তিনজন চিকিৎসকের করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় ৭জন চিকিৎসকসহ ১৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুল মোমেন।

করোনা ভাইরাস আক্রান্ত দুইজন চিকিৎসক নড়াইলের মা ও শিশু কল্যাণ কেন্দ্রে (ম্যাটার্নিটির) কর্মরত ডাঃ আব্দুল মানান ও ডাঃ প্রশান্ত মল্লিক এবং অপর চিকিৎসক সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা ডাঃ সুব্রত কুমার।

তিনি বলেন, সোমবার (২৭ এপ্রিল) সকালে ২০টি নমুনার ফলাফল পাওয়া গিয়েছে। এরমধ্যে ৩জন চিকিৎসকের করোনা ভাইরাসের নমুনা পজেটিভ এসেছে। এ নিয়ে জেলায় সর্বমোট ১৩জনের করোনা শনাক্ত হলো। এরমধ্যে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত লোহাগড়া উপজেলার পারছাতরা গ্রামের সৈয়দ সুজনকে ইতিমধ্যে করোনামুক্ত ঘোষণা করা হয়েছে বলে তিনি জানান। জেলায় বর্তমানে করোনা আক্রান্ত ১২জনই নিজ নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা