• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

পরিকল্পনা সময়োপযোগী, মাইলফলক হয়ে থাকবে : আ.লীগ

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ৫ এপ্রিল ২০২০  

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বাংলাদেশের অর্থনীতিতে সম্ভাব্য নেতিবাচক প্রভাব উত্তরণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত কর্মপরিকল্পনাকে সময়োপযোগী হিসেবে অভিহিত করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

দলটির নেতারা বলছেন, এর মাধ্যমে করোনাভাইরাসের কারণে সৃষ্ট সংকটে অর্থনীতিতে যে ধাক্কা লাগবে তা কাটিয়ে ওঠা সম্ভব হবে। তার (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) এই পদক্ষেপ বাংলাদেশে অর্থনীতিতে মাইলফলক হয়ে থাকবে বলেও মনে করেন তারা।

রোববার (৫ এপ্রিল) সকালে গণভবন থেকে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অর্থনৈতিক মন্দা প্রতিরোধে পাঁচটি প্যাকেজের আওতায় মোট ৭২ হাজার ৭৫০ কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছেন। যা মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ২ দশমিক ৫২ শতাংশ।

প্রধানমন্ত্রী বলেন, ‘তাৎক্ষণিক, স্বল্পমেয়াদী, মধ্যমেয়দী ও দীর্ঘমেয়াদী- এই চারভাগে বাস্তবায়নের লক্ষ্যে চারটি কার্যক্রম নিয়ে সরকারের কর্মপরিকল্পনা সাজানো হয়েছে।’

‘এই চারটি কার্যক্রম হবে সরকারি ব্যয় বৃদ্ধি করা, আর্থিক সহায়তার প্যাকেজ, সামাজিক সুরক্ষা কার্যক্রমের আওতা বৃদ্ধি করা এবং বাজারে মুদ্রা সরবরাহ বৃদ্ধি করা।’

প্রধানমন্ত্রীর ঘোষিত কর্মপরিকল্পনা কীভাবে দেখছে আওয়ামী লীগ-জানতে চাইলে দলটির সভাপতিমণ্ডলীর সদস্য অবসরপ্রাপ্ত লেফেটেনেন্ট কর্নেল ফারুক খান বলেন, ‘করোনাভাইরাসের কারণে বিশ্ব অর্থনৈতিক মন্দায় প্রভাব মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কর্মপরিকল্পনা গ্রহব করেছেন সেটি অত্যন্ত সময়োপযোগী এবং যুগোপযোগী।’

সাবেক এই বাণিজ্যমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী সংকটগুলো তুলে ধরার সঙ্গে সঙ্গে সমাধানও দিয়েছেন। তিনি প্রণোদনা দিয়েছেন এবং এর সুষ্ঠু ব্যবহারের কথা বলেছেন। যাতে কোনো ধরনের দুর্নীতি না হয়।’

সার্বিকভাবে এই কর্মপরিকল্পনা দেশের অর্থনীতিতে নতুন প্রাণ সঞ্চার করবে বলে মনে করেন ফারুক খান।

দলের সভাপতিমণ্ডলীর আরেক সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘বিশ্বব্যাপী করোনাভাইরাসের সংক্রমণে বাংলাদেশের অর্থনীতির ওপর কী ধরনের বা কতটুতু নেতিবাচক প্রভাব পড়বে তা এখনও নির্দিষ্ট করে বলা সম্ভব না হলেও জননেত্রী শেখ হাসিনা সম্ভাব্য যে পদক্ষেপগুলো নিলেন তারা দেশের অর্থনীতিতে মাইলফলক হয়ে থাকবে।’

তিনি বলেন, ‘একজন সফল রাষ্ট্রনায়কের এটাই বড় গুণ যে তিনি সুদূরপ্রসারী চিন্তা করে সেই অনুযায়ী আগে থেকেই ব্যবস্থা নেন। যখন করোনাভাইরাস চীনে প্রথম দেখা গিয়েছিলো, তখনও এভাবে তিনি আগেই পদক্ষেপ নিয়েছেন। এর কারণে আমাদের দেশে এখনও করোনা পরিস্থিতি নিয়ন্ত্রনে আছে।’

করোনাভাইরাস প্রতিরোধে শেখ হাসিনার নেতৃত্বে যেমন দেশের মানুষ পরিস্থিতি মোকাবিলা করছে, তেমনি দেশের ব্যবসায়ী সমাজও এই কর্মপরিকল্পনা ও প্রণোদনার সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে অর্থনীতিকে শক্তিশালী করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন জাহাঙ্গীর কবির নানক।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা