• বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৮ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

পরিচ্ছন্নতাকর্মীদের জন্য ৭৮৪ ফ্ল্যাট তৈরি করছে ডিএনসিসি

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২২ এপ্রিল ২০২১  

রাজধানীর গাবতলীতে পরিচ্ছন্নতাকর্মীদের জন্য ২২১ কোটি টাকা ব্যয়ে ৭৮৪টি ফ্ল্যাট তৈরি করছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। ১৫ তলাবিশিষ্ট চারটি ভবনের প্রতিটি ফ্ল্যাটে টয়লেট, রান্নাঘর ও বারান্দার ব্যবস্থা রয়েছে। আবাসিক এই এলাকাটির নাম দেয়া হয়েছে ‘গাবতলী পরিচ্ছন্ন কর্মী নিবাস’।

বুধবার (২১ এপ্রিল) দুপুরে পরিচ্ছন্নতাকর্মীদের জন্য মানসম্পন্ন আবাসনের লক্ষ্যে নির্মাণাধীন ‘গাবতলী পরিচ্ছন্ন কর্মী নিবাস’ পরিদর্শন করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম।

এ সময় ডিএনসিসি মেয়র বলেন, ‘আগে পরিচ্ছন্নতাকর্মীদের আবাসনের জন্য কোনো সুব্যবস্থা ছিল না। অস্বাস্থ্যকর পরিবেশেই তারা বসবাস করত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিচ্ছন্নতাকর্মীদের জন্য মানসম্পন্ন আবাসনের লক্ষ্যে যে দিকনির্দেশনা দিয়েছিলেন, সে মোতাবেক প্রয়োজনীয় পদক্ষেপ নেয়াতেই সকল চ্যালেঞ্জকে মোকাবিলা করে প্রকল্পটি আজ দৃশ্যমান হয়েছে।’

তিনি আরও বলেন, ‘সেখানে ৪ তলার একটি স্কুল ভবন নির্মাণ করা হচ্ছে। এভাবে পরিচ্ছন্নতাকর্মীদের সকল পরিবারের জন্যই মানসম্পন্ন আবাসনের সুব্যবস্থা করা হবে।’

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা