• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

পায়ের ত্বকে কালো ছোপ পড়েছে? দূর হবে কফি পেডিকিউরে

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ১৮ মে ২০২০  

সারাদিনের  কাজকর্মে সবচেয়ে বেশি নোংরা হয় পা। আর মুখের বা অন্যান্য অঙ্গের যত্ন নিলেও পায়ের যত্ন সেভাবে নেয়া হয় না অনেকেরই। অনেকদিনের অবহেলায় পায়ে দেখা দিতে পারে নানা সমস্যা। চামড়া কালচে ও দ্রুত কুচকে যেতে পারে। সেই সঙ্গে পা ফাটা তো আছেই। 

এসব সমস্যার সমাধান হবে এক উপাদানেই। কফি পানীয় হিসেবে সারাবিশ্বে পরিচিত। তবে রূপচর্চায় ও এর অবদান কম নয়। কফি ত্বক উজ্জ্বল করতে সহায়তা করে। সেই সঙ্গে নিয়মিত কফির ব্যবহার ত্বকে তারুণ্য ধরে রাখে। জেনে নিন কীভাবে কফি দিয়ে কীভাবে করবেন পেডিকিউর-  

> প্রথমে পায়ের নখ কেটে নিন। নখ ঘষে মসৃণ করুন। 

> হালকা গরম পানিতে লবণ, লেবুর রস আর কিছুটা শ্যাম্পু দিয়ে মিশিয়ে নিন। এবার আপনার পা দুটি এতে ভিজিয়ে রাখুন আধা ঘণ্টা। 

> কফির গুঁড়ার সঙ্গে চিনি মিশিয়ে পায়ে স্ক্রাব করুন। ৫ থেকে ১০ মিনিট ধরে পা ভালোভাবে স্ক্রাব করে নিন। এরপর ধুয়ে নিন।  

> কফির গুঁড়ার সঙ্গে অ্যালোভেরা জেল, মধু আর লেবুর রস মিশিয়ে একটি প্যাক তৈরি করে নিন। এবার আপনার পায়ে এটি লাগিয়ে রাখুন ১৫ মিনিট। এরপর স্বাভাবিক পানি দিয়ে ধুয়ে নিন। 

> ভালোভাবে মুছে ময়েশ্চারাইজার লাগিয়ে নিন। সপ্তাহে একবার বা মাসে দুইবার এভাবে পেডিকিউর করতে পারেন।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা