• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

পিরোজপুরে সাংবাদিক উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০১৮  

পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের মহাজোট প্রার্থীর সমর্থকদের হামলায় পেশাগত দায়িত্ব পালনের সময় ইনডিপেনডেন্ট টেলিভিশনের পিরোজপুর জেলা প্রতিনিধি তামিম সরদার গুরুতর আহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও জড়িতদের গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল ১১ টায় পিরোজপুর প্রেসকাবের আয়োজনে শহরের টাউন কাব সড়কে পিরোজপুর প্রেসকাবের সভাপতি শফিউল হক মিঠুর সভাপতিত্বে এ মানববন্ধনে বক্তব্য দেন, পিরোজপুর প্রেসকাবের সাবেক সভাপতি মাহমুদ হোসেন, মনিরুজ্জামান নাসিম, এম এ রব্বানী ফিরোজ, এ কে আজাদ, ইনডিপেনডেন্ট টেলিভিশনের বরিশালের ব্যুরো চীফ মো: মুরাদ আহম্মেদ, পিরোপুর প্রেসকাবের সাবেক আহবায়ক জিয়াউল আহসান, পিরোজপুর প্রেসকাবের সহ-সভাপতি খালিদ আবু, পিরোজপুর জেলা রিপোর্টার্স কাবের সভাপতি জহিরুল হক টিটু, পিরোজপুর প্রেসকাবের সাবেক সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম শামীম, পিরোজপুর জেলা প্রেসকাবের সাধারণ সম্পাদক কে এম মোস্তাফিজুর রহমান বিপ্লব, পিরোজপুর জেলা রিপোর্টার্স কাবের সাধারণ সম্পাদক খেলাফত হোসেন খসরু, পিরোজপুর টেলিভিশন জার্নালিষ্ট এ্যাসোসিয়েশনের সহ-সভাপতি শিরিনা আফরোজ, পিরোজপুর প্রেসকাবের সহ- সাধারণ সম্পাদক হাসান মামুন, ইনডিপেনডেন্ট টেলিভিশনের ঝালকাঠী জেলা প্রতিনিধি রহিম রেজা, পিরোজপুর টেলিভিশন জার্নালিষ্ট এ্যাসোসিয়েশনের দপ্তর সম্পাদক মো: হাসিবুল ইসলাম হাসান সহ স্থানীয় সংবাদ কর্মীরা।

এ সময় বক্তারা বলেন, ইনডিপেনডেন্ট টেলিভিশনের পিরোজপুর জেলা প্রতিনিধি তামিম সরদারের উপর যারা হামলা চালিয়েছে তাদের অভিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং দৃষ্টান্ত মূলক শাস্তি দিতে হবে। এছাড়া তামিমের কাছ থেকে ছিনিয়ে নেয়া ক্যামেরা , মোবাইল ফোন সহ অন্যসব কিছু উদ্ধার করে তা ফিরিয়ে দিতে হবে।

উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে পেশাগত দায়িত্ব পালনকালে মঠবাড়িয়া উপজেলার মিরুখালী এলাকায় মহাজোট প্রার্থী ডা. রুস্তুম আলী ফরাজীর সমর্থকরা সাংবাদিক তামিমের উপর হামলা চালিয়ে গুরুতর আহত করে মটরসাইকেল ভাংচুর করে এবং তার ক্যামেরা, মোবাইল ফোন সহ সাথে থাকা জিনিসপত্র ছিনিয়ে নেয় ।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা