• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

পুলিশের সহায়তায় ধান কাটার শ্রমিক বাগেরহাট থেকে বরিশালে

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২০  

ধান কাটার মৌসুমে যখন চাষী ও মহাজনরা শ্রমিক সঙ্কটে চিন্তিত, সেই মুহূর্তে বাগেরহাট থেকে দুই শতাধিক ধান কাটার শ্রমিক পাঠানো হয়েছে বরিশালে।

বাগেরহাট জেলা পুলিশের উদ্যোগে স্বাস্থ্যবিধি মেনে বাগেরহাটের রামপাল উপজেলার ডাকরা গ্রাম থেকে বরিশালের উদ্দেশ্যে জলজপথে শ্রমিক পাঠানোর কার্যক্রম শুরু করা হয়।

এসময় বাগেরহাট জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান, সহকারি পুলিশ সুপার আসিফ ইকবাল, স্থানীয় ইউপি চেয়ারম্যান নুরুল আমিনসহ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ধানকাটার উদ্দেশ্যে বরিশাল যাওয়া শ্রমিকরা জানান, করোনাভাইরাসের সংক্রমণের এই সঙ্কটকালে জীবনের ঝুঁকি নিয়ে স্ত্রী-সন্তানদের রেখে বরিশাল যাচ্ছেন। কিছুদিন কর্মহীন অবস্থায় থাকায় সংসার চলছিল না। পুলিশ বিভাগ তাদের কর্মসংস্থানের যে উদ্যোগ নিয়েছে তাতে তারা খুশি। কাজ শেষে নিরাপদে বাড়ি ফিরে আসতে সবার কাছে দোয়া চান তারা।

রামপালের ভোজপাতিয়া ইউনিয়ন চেয়ারম্যান নুরুল আমিন বলেন, ‘নিয়মকানুন মেনেই সকালে দুই শতাধিক শ্রমিক রওনা দিয়েছে। পর্যায়ক্রমে আরও দুই শতাধিক শ্রমিক পাঠানো হবে। করোনা পরিস্থিতিতে আমরা ওইসব শ্রমিকদের পরিবারগুলোকে সর্বাত্মক সহযোগিতা করব।’

বাগেরহাট অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, ‘জেলা পুলিশের উদ্যোগে বাগেরহাট থেকে বিভিন্ন জেলায় ধান কাটার জন‌্য শ্রমিক পাঠানো হচ্ছে। এতে চাষীদের উপকারের পাশাপাশি শ্রমিকদেরও আর্থিক সচ্ছলতা ফিরবে। পর্যায়ক্রমে জেলার বিভিন্ন উপজেলা থেকে আরও দুই হাজার শ্রমিক পাঠানো হবে। আমরা সেভাবে প্রস্তুতি নিচ্ছি।’

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা