• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

প্রতিবেশী দেশে ভ্যাকসিন সরবরাহ শুরু ২০ জানুয়ারি- ড. এস জয়শঙ্কর

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২১  

ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর জানিয়েছেন, প্রতিবেশী দেশগুলোতে বুধবার (২০ জানুয়ারি) থেকে ভ্যাকসিন পাঠানো হবে। মঙ্গলবার (১৯ জানুয়ারি) এক টুইটে তিনি এ কথা বলেন।

টুইটে ড. এস জয়শঙ্কর বলেন, মানবজাতির কল্যাণে ভ্যাকসিন সরবরাহের প্রতিশ্রুতি পূরণ করছে ভারত। আমাদের প্রতিবেশীদের কাছে ২০ জানুয়ারি থেকে ভ্যাকসিন সরবরাহ শুরু হবে। কোভিডসৃষ্ট চ্যালেঞ্জ কাটিয়ে উঠতে সহায়তা করবে বিশ্বের এই ফার্মাসি।

উল্লেখ্য, ভারত প্রতিবেশী দেশগুলোকে করোনা প্রতিরোধী ভ্যাকসিন দেবে। বাংলাদেশকে উপহার হিসেবে ২০ লাখ ভ্যাকসিন দেবে ভারত। আগামী ২১ জানুয়ারি ভারতীয় ভ্যাকসিন বাংলাদেশে আসবে।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা