• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

প্রথম পরাজয়ের পর বড় জরিমানা দিল্লি অধিনায়কের

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২০  

মঙ্গলবার রাতটি আর মনে রাখতে চাইবেন না দিল্লি ক্যাপিট্যালসের অধিনায়ক শ্রেয়াস আইয়ার। কেননা এ রাতেই পতন ঘটেছে উড়তে থাকা দিল্লির, একইসঙ্গে বড় জরিমানাও গুনতে হয়েছে দিল্লি অধিনায়ককে।

সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ম্যাচটিতে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন দিল্লি অধিনায়ক শ্রেয়াস আইয়ার। দুই ওপেনার জনি বেয়ারস্টো এবং ডেভিড ওয়ার্নারের ব্যাটে চড়ে ৪ উইকেটে ১৬২ রানের সংগ্রহ দাঁড় করিয়েছিল হায়দরাবাদ।

আসরে নিজেদের প্রথম দুই ম্যাচেই জিতে অপরাজিত থাকা দিল্লির জন্য লক্ষ্যটা খুব একটা বড় ছিল না। কিন্তু রশিদ খানের ঘূর্ণির সামনে কুপোকাত হয়েছে দিল্লি। নির্ধারিত ২০ ওভারে ১৪৬ রানের বেশি করতে পারেনি তারা। পেয়েছে আসরে প্রথম পরাজয়ের স্বাদ।

ম্যাচ হেরে টিম হোটেলে ফেরার আগেই বড় শাস্তিও পেয়েছেন দিল্লি অধিনায়ক শ্রেয়াস আইয়ার। দিল্লির বোলিং ইনিংসে স্লো ওভার রেটের কারণে ১২ লাখ রুপি জরিমানা করা হয়েছে শ্রেয়াসকে।

আন্তর্জাতিক ক্রিকেটে স্লো ওভার রেটের শাস্তি পুরো দল পেলেও, আইপিএলে জরিমানা করা হয় শুধু অধিনায়ককেই। যে কারণে জরিমানার পুরো ১২ লাখ রুপি নিজের পকেট থেকেই দিতে হবে দিল্লি অধিনায়ককে।

হায়দরাবাদ ইনিংসে নির্ধারিত সময়ের চেয়ে ২৩ মিনিট বেশি নিয়েছিল দিল্লি। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হওয়া ইনিংসটি শেষ করতে বেঁধে দেয়া ছিল ৯০ মিনিট। কিন্তু দিল্লি খরচ করেছে ১১৩ মিনিট। তাই আইপিএলের কোড অব কন্ডাক্ট অনুযায়ী ১২ লাখ রুপি জরিমানা করা হয়েছে অধিনায়ককে।

শ্রেয়াসকে এই জরিমানার খবর জানিয়ে দেয়া বিবৃতিতে আইপিএল কর্তৃপক্ষ জানিয়েছে, এবার প্রথমবারের মতো স্লো ওভার রেটের অপরাধ করায় ১২ লাখ রুপি জরিমানা করা হয়েছে। একই অপরাধের পুনরাবৃত্তি ঘটলে শাস্তির মাত্রা বেড়ে যেতে পারে।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা