• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

প্রাথমিক শিক্ষার্থীদের ঘরে থাকার আহ্বান মন্ত্রণালয়ের

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২১ মার্চ ২০২০  

করোনাভাইরাসের সংক্রমণ রোধে দেশের সবধরনের শিক্ষাপ্রতিষ্ঠান ৩১ মার্চ পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। এর প্রেক্ষিতে দেশের সকল স্তরের প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের এসময় বিনা কারণে বাড়ির বাইরে বের না হওয়ার আহ্বান জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

শনিবার (২১ মার্চ) দুপুরে এক সতর্কবার্তায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই আহ্বান জানানো হয়।

এতে বলা হয়েছে, করোনাভাইরাস সংক্রমণ থেকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার জন্য প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের বাইরে ঘোরাফেরা না করে ঘরে থাকতে হবে।

কোনো শিক্ষার্থীকে অযথা বাইরে ঘোরাফেরা করতে দেখলে, তাকে বাড়িতে নিরাপদে রাখার জন্য অভিভাবকে নির্দেশনা দেওয়ার জন্য স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অনুরোধ করা হয়েছে মন্ত্রণালয়ের পক্ষ থেকে।

প্রসঙ্গত, বিশ্বব্যাপী প্রাণঘাতী হিসেবে দেখা দিয়েছে করোনাভাইরাস। এর সংক্রমণ রোধে ৩১ মার্চ পর্যন্ত দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে সরকার।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা