• বুধবার ১৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৩ ১৪৩১

  • || ০৭ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

প্রায় প্রতিদিনই সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ৬ ফেব্রুয়ারি ২০২০  

এবারের শীত মৌসুমে প্রায় প্রতিদিনই দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৯টায় জেলায় তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।  
এদিকে তাপমাত্রা নেমে আসায় এবং শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় দুর্ভোগে পড়েছেন সাধারণ ও খেটে খাওয়া মানুষেরা। শীতের  হাত থেকে মুক্তি পেতে বাসা-বাড়ি  ও রাস্তার পাশে খড়কুটা জ্বালিয়ে মানুষজন শীত নিবারণের চেষ্টা করছে। সকাল থেকে রোদের দেখা মিললেও শীতের তীব্রতা রয়েছে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রহিদুল ইসলাম সময় সংবাদকে জানান, উত্তরের হিমেল হাওয়ার কারণে তাপমাত্রা ওঠানামা করছে। বৃহস্পতিবার সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা