• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

ফকিরহাটে জমিতে বালু ভরাটের নামে সেচ্ছাচারিতার অভিযোগ উঠে এসেছে

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ৩১ মার্চ ২০২১  

বাগেরহাট জেলার ফকিরহাট সদর ইউরিয়নের পাগলা দেয়াপাড়া (কানারপুকুর) নামক স্থানে ক্রয় জমিতে ড্রাম ট্রাকে করে বালু এনে দমকল মেশিনের সাহায্যে ভরাট করতে এসে স্থানীয় বাসিন্দাদের উপর সেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে একটি পরিবারের বিরুদ্ধে।

স্থানীয়রা জানায়, গত ২মাস পূর্বে পাগলা দেয়াপাড়া গ্রামে আলহাজ্ব শেখ আনোয়ারুজ্জামানের কাছ থেকে জৈনক ব্যক্তি বসত বাড়ি তৈরির জন্য জমি ক্রয় করে। এরপর জমির সিমানা নির্ধারণ করতে যেয়ে সরকারী সার্ভেয়ারের মাধ্যমে পার্শবর্তী জমির মালিকের ২ফুট জমি নিজেদের দাবি করে পিলার দেয়। পরবর্তীতে উভয় পক্ষের সার্ভেয়ারদের যৌথ সমন্বয়ে সিমানা নির্ধারণ করতে সক্ষম হলেও তিনি ঐস্বর্গিক পেশি শক্তির প্রভাব খাটিয়ে ক্ষমতার দাপট দেখিয়ে বেড়াচ্ছেন। গত ৪/৫ দিন যাবৎ ১০ চাকার ড্রাম ট্রাকে করে রূপসা থেকে বালু ক্রয় করে উক্ত জমি ভরাট করছেন।

এতে পুরাতন খুলনা-ঢাকা সড়কটি ভেঙ্গে চুরমার হয়ে যাচ্ছে। পথচারী সহ ছাত্র-ছাত্রীদের মাদ্রাসায় যাতায়েতের একমাত্র পথটি চলাচলের অনুপোযোগী হতে চলেছে। গতকাল বুধবার (৩১ মার্চ) আনুঃ সকাল ১১ টায় তাদের এই সেচ্ছাচারি কাজে বাধা দিতে গেলে স্থানীয় কয়েকজনের উপর চড়াও হয়ে হামলা চালাতে ধেয়ে আসে এবং অবসরপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট এর কথা বলে সবাইকে হুমকি দেয় এসময় উদ্ভূত পরিস্থিতি সৃষ্টি হলে উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়। এ বিষয়ে অবিলম্বে ড্রাম ট্রাক চলাচল বন্দ করা সহ তাদের সেচ্ছাচারিতার বন্দে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেন সচেতন মহল।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা