• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

ফকিরহাটে ভ্রাম্যমান আদালতের অভিযানে জেল ও জরিমানা

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২১  

ফকিরহাটে করোনা ভাইরাসের বিস্তার রোধে সরকারের কঠোর লকডাউনের বিধি-নিষেধ লঙ্ঘন করা, স্বাস্থ্য বিধি না মানা, পলিথিন ব্যাগ মজুদ ও ব্যবহার সহ বিভিন্ন অপরাধে ১ জনকে একদিনের বিনাশ্রম কারাদন্ড এবং ১০ জনকে বিভিন্ন পরিমাণে অর্থদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত।

বুধবার দুপুর ১টার দিকে ফকিরহাটের কাটাখালী, বেতাগা এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ১১টি মামলায় ১১জনকে ৯হাজার ৭শত টাকা অর্থদন্ড করেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আরাফাত সিদ্দিকী।

এসময় লকডাউনের বিধি-নিষেধ লঙ্ঘন করায় বেতাগা গ্রামের শোভন নামের একজনকে একদিনের কারাদন্ড প্রদান করেন। এসময় বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাকিব হাসান চৌধুরী সহ জেলা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা