• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

ফকিরহাটের ইজিবাইক চালকের মৃতদেহ পিরোজপুর থেকে উদ্ধার

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২১  

ফকিরহাট উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের খান আলমগীর হোসেন (২৯) নামের এক ইজিবাইক চালক নিখোঁজের এক সপ্তাহ পর তার মৃতদেহ পিরোজপুরের মঠবাড়িয়া এলাকা থেকে উদ্ধার করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, রবিবার ঘটনা স্থলের আশপাশে অজ্ঞাত স্থান থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে এলাকাবাসীর সন্দেহ হয়। পরে পুলিশ খবর পেয়ে বাসস্ট্যান্ডের আশে পাশে দুর্গন্ধের অনুসন্ধান চালায়। একপর্যায় সড়ক সংলগ্ন একটি পরিত্যাক্ত ভবনের মধ্যে বালুর স্তুপের মধ্যে তার লাশের সন্ধান পান। তখন অজ্ঞাত ব্যাক্তি হিসেবে মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পরে পরিবারের লোকজন শনাক্ত করেন মৃতদেহটি খান আলমগীর হোসেনের। পুলিশ ও স্থানীয়দের প্রাথমিক ভাবে ধারনা করছেন তাকে হত্যার পর লাশ বালুর স্তুপের ভেতর লুকিয়ে রাখে দুর্বৃত্তরা। তবে তার ইজিবাইকটি উদ্ধার হয়নি। তাকে হত্যার পর ইজিবাইক নিয়ে গেছে দুর্বৃত্তরা নাকি শত্রুতা মূলক ভাবে তাকে সুকৌশলে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে বিষয়টি পুলিশ খতিয়ে দেখছেন।

ফকিরহাট মডেল থানা পুলিশ জানায়, গত ৪ঠা এপ্রিল সকালে বালিয়াডাঙ্গা গ্রামের খান হারুনার রশিদের ছেলে ইজিবাইক চালক খান আলমগীর হোসেন বাড়ী থেকে বের হয়। এদিন রাত সাড়ে ৮টার দিকে মোবাইল ফোনে তার সাথে পরিবারের কথা হয়। এরপর সে আর বাড়ী ফিরে আসেনি। এ ব্যাপারে নিহতের ভাই বাদী হয়ে ফকিরহাট মডেল থানায় একটি অপহরন মামলা করেন,যার নং-০৭, তারিখ ০৮/০৪/২০২১ইং। মামলার পরের দিন অর্থাৎ ৯ এপ্রিল শরনখোলার সোনাতলা এলাকার সিদ্দিক খানের পুত্র আব্দুল খান জুয়েলকে আটক করেছে। এছাড়াও এ ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে থানায় আনা হয়েছে বলে মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরির্দশক (এসআই) এস এম রায়হান জানান।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা