• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

ফেসবুকের সমস্যা চিহ্নিত করে পেলেন ২৪ লাখ টাকা পুরস্কার

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ১১ জুন ২০২০  

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের একটি সমস্যা চিহ্নিত করে ৩১ হাজার ৫০০ মার্কিন ডলার পুরস্কার পেয়েছেন ভারতের এক তরুণ। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২৪ লাখ টাকা।

জিতিয়া নামের ওই ভারতের আহমেদাবাদের একজন সিকিউরিটি রিসার্চার। তিনি বিশ্বের নামকরা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর বাগ খুঁজে বের করেন।

ফেসবুকের এবারের বাগটি ছিল একটি সার্ভার সাইড রিকোয়েস্ট ফোরজরি। এটি তৈরি করতে বেশ কিছু কিছু পাবলিক এন্ডপয়েন্ট থেকে মাইক্রো স্ট্র্যাটেজি টুল ব্যবহার করা হয়েছিল। যা ব্যবহার করে বিভিন্ন ধরনের ডেটা কালেকশন এবং কনটেন্ট জেনারেশন করা হতো।

ফেসবুকের ডেটা অ্যানালিটিক্স পার্টনার মাইক্রো স্ট্র্যাটেজি নামের একটি প্রতিষ্ঠানের সিস্টেমে এই সমস্যাটি ছিল। তবে ফেসবুক এরই মধ্যে সমস্যাটির সমাধান করেছে।

জিতিয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ফেসবুকে আমি সব সময় কোন বাগ পেলে তা খুঁজে বের করতাম। কারণ এটি পৃথিবীর সবচেয়ে বড় সোশ্যাল মিডিয়া নেটওয়ার্ক এবং এতে রয়েছে সব থেকে ভালো সিকিউরিটি ফিচার।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা