• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

বরিশালে অপ্রয়োজনে ঘরের বাইরে থাকলেই জরিমানা

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ৩ এপ্রিল ২০২০  

অপ্রয়োজনীয়ভাবে ঘরের বাইরে থাকায় এবং জনসমাগম এড়ানোর নির্দেশ অমান্য করায় বরিশালে শাস্তিমূলক অভিযান অব্যাহত রেখেছে ভ্রাম্যমান আদালত।

শুক্রবার (৩রা এপ্রিল), নগরীর বিভিন্ন স্থানে ৪১ জনকে ৪৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান এর নির্দেশনায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন বলে জানান জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম। মোবাইল কোর্টে পরিচলানায় সহযোগিতা করে পুলিশ।

এছাড়া নগরীর রূপাতলী বাসস্ট্যান্ড এলাকায় সেনা সদস্যদের সহযোগিতায় সামাজিক দূরত্ব না মানায় যাত্রী বহনকারি ঢাকাগামী দুইটি মাইক্রোবাস এবং একটি পিকআপ ট্রাক আটক করা হয়। একটি মাইক্রো বাসে দুই পরিবারের ১৪ জন এবং আরেকটি মাইক্রোবাস দশ পরিবারের মোট ১২ জন যাত্রী গাদাগাদি করে ঢাকার উদ্দেশ্যে ভ্রমণ করছিলেন। প্রথম মাইক্রোবাসে দুই পরিবারের দুইজন এবং চালক ও তার সহযোগী প্রত্যেককে দণ্ডবিধির ২৬৯ ধারায় এক হাজার টাকা করে মোট চার হাজার টাকা, দ্বিতীয় মাইক্রোবাসে দশজনকে একই আইনে এক হাজার টাকা করে দশ হাজার টাকা এবং পিকআপ ট্রাকের চালককে একই আইনে এক হাজার টাকাসহ সর্বমোট ১৫ হাজার টাকা টাকা জরিমানা আদায় করা হয়।

পাশাপাশি করোনা ভাইরাসের বিস্তার রোধে সামাজিক দূরত্ব রক্ষায় সবার প্রতি আহ্বান জানিয়ে কেউ এই আইন না মানলে কঠোর শাস্তি দেবারও হুঁশিয়ারি দেয়া হয়। করোনাভাইরাসের বিস্তার রোধে বরিশাল জেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান কর্তব্যরত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা