• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

বরের রঙিলা পাগড়ি

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ৪ ডিসেম্বর ২০১৮  

বিয়েতে পাগড়ি বরের অলংকারের মতো। এই পাগড়ি পরার ঐতিহ্য প্রাচীন। তবে পাগড়ি পরার নকশা এবং রঙে এখন ব্যাপক বৈচিত্র্য এসেছে। উজ্জ্বল রঙা পাগড়ি পরার চল এখন। কেনা পাগড়ির বদলে হাতে বাঁধা পাগড়িতে বিয়ের সাজে আসে ভিন্নতা। বরের সাজে নতুনত্ব আনতে ভারতের রাজস্থান, বেলুচ, হায়দরাবাদ কিংবা মোগল ঘরানার পাগড়ি এখন বেশি জনপ্রিয়।

ফ্যাশন ডিজাইনার এমদাদ হক নকশার এই প্রতিবেদনের ফটোশুটের জন্য পাগড়ি বাঁধতে বাঁধতে জানালেন, হাতে বাঁধা পাগড়িতে বরকে বেশি রাজসিক লাগে। সোনালি, তামাটে, লালের মতো উজ্জ্বল রং কিংবা ঘিয়ে রঙের পাগড়িতে বর বেশি জমকালো হয়ে ওঠেন। পাগড়ি বাঁধতে কম–বেশি সাত গজ কাপড় ব্যবহার করলে বাঁধন ভালো হয়।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা