• বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৮ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

বর্ণবৈষম্য বিরোধী আন্দোলনকে সমর্থনে হোল্ডার-স্টোকসরা

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ৯ জুলাই ২০২০  

করোনা ভাইরাসের জেরে প্রায় চার মাস বন্ধ থাকার পর অবশেষে গতকাল শুরু হল আন্তর্জাতিক ক্রিকেট। তবে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের টেস্ট ম্যাচের প্রথম দিনের খেলায় বাধা হয়ে দাঁড়াল বৃষ্টি।

টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। দ্বিতীয় ওভারের চতুর্থ বলেই কোনও রান না করে আউট হয়ে যান ডম সিবলি। তাকে বোল্ড করে দেন শ্যানন গ্যাব্রিয়েল। তৃতীয় ওভার শেষ হওয়ার পরেই অবশ্য বৃষ্টির জন্য খেলা বন্ধ হয়ে যায়। এরপর খেলা শুরু হলেও, ৪.১ ওভারের পর ফের বৃষ্টির জন্য বন্ধ হয়ে যায় খেলা। এখনও পর্যন্ত খেলা শুরু হয়নি। ৪.১ ওভারের শেষে ইংল্যান্ডে স্কোর এক উইকেট হারিয়ে এক রান।

এদিন খেলা শুরু হওয়ার আগে রোজ বোলে এক আবেগনঘন পরিবেশ দেখা যায়। প্রথম বল হওয়ার আগে ২০ সেকেন্ড মাটিতে এক হাঁটু গেড়ে বসে মার্কিন যুক্তরাষ্ট্রে শ্বেতাঙ্গ পুলিশের অত্যাচারে নিহত কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডের প্রতি শ্রদ্ধা জানান দু’দলের ক্রিকেটার ও আম্পায়াররা।

তারা এভাবেই কৃষ্ণাঙ্গদের উপর অত্যাচার বন্ধের দাবিতে আন্দোলনের প্রতি সমর্থন জানান। ক্রিকেটার ও আম্পায়াররা কালো ব্যান্ড পরে মাঠে নামেন। ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস জানিয়েছেন, ‘ইংল্যান্ড দলের হয়ে আমরা ভাল কিছু করার সুযোগ পেয়েছি। আমরা এভাবেই ওয়েস্ট ইন্ডিজের প্রতি সমর্থন জানাচ্ছি।’

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা