• মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ৫ ১৪৩০

  • || ০৮ রমজান ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

বাগেরহাট ও মোংলায় মহান বিজয় দিবস উদযাপন

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২০  

বাগেরহাট ও মোংলায় নানা কর্মসূচীর মধ্যদিয়ে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। বুধবার সূর্যদয়ের সাথে সাথে ৩১ বার তোপ ধ্বনির মাধ্যমে দিনটির শুভ সুচনা করা হয়।

সকাল ৭টায় বাগেরহাট শহরের দশানী মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে বাগেরহাটের জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামী লীগ, সরকারী ও বেসরকারী সংস্থা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংষ্কৃতিক সংগঠন। পরে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে গার্ড অব অনার প্রদান, এক মিনিট নিরবতা পালন ও শহীদের রুহের মাগফেরত কামনা করে দোয়া করা হয়।

একইভাবে মোংলায় স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম শাহজাহান, উপজেলা ও মোংলা পোর্ট পৌরসভাসহ পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা ও পৌর আওয়ামী লীগ, সরকারী ও বেসরকারী সংস্থা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংষ্কৃতিক সংগঠন।

বাগেরহাটে বিজয় দিবসের অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ, পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়, বাগেরহাট জেলা আওয়ামী লীগ নেতা এ্যাড. ভূইয়া হেমায়েত উদ্দিন, জেলা যুবলীগের আহবায়ক সরদার নাসির উদ্দিন, ছাত্রলীগের সভাপতি মনির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন ।

পরে বাগেরহাট স্বাধীনতা উদ্যানে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এছাড়া মহান বিজয় দিবস উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে ভার্চুয়াল আলোচনা অনুষ্ঠিত হয়।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা