• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

বাগেরহাট কারাগারে তরমুজ উৎসব ও ৭ টিভি হস্থান্তর

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২১  

বাগেরহাট কারাগারে মঙ্গলবার দুপুরে তরমুজ উৎসব অনুষ্টিত হয়েছে। এসময় বন্দীদের জন্য সাতটি টেলিভিশন প্রদান করা হয়। এ অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক আ.ন.ম ফয়জুল হক। কারা কর্তৃপক্ষের নিজস্ব আয়োজনে ৭৬৮ জন বন্দীকে তরমুজ খেতে দেওয়া হয়।

অপরদিকে সমাজসেবা অধিদপ্তরের প্রবেশন অফিসের উদ্যোগে অপরাধী সংশোধন ও পুর্নবাসন সমিতির উদ্যোগে বন্দীদের সুস্থ বিনোদন ও মানসিক বিকাশ এবং সংশোধন প্রক্রিয়া ত্বরান্বিত করার জন্য ৭টি এলইডি টেলিভিশন দেওয়া হয়।

এসময় অন্যান্যের অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্ব্বিক) মোহাম্মদ রিজাউল করিম, সমাজসেবা বিভাগ বাগেরহাটের উপ-পরিচালক এস এম রফিকুল ইসলাম, জেল সুপার এস এম কামরুল হুদা, জেলার মো: মাসুম, অধ্যাপক মোজাফফর হোসেন, প্রবেশন কর্মকর্তা সোহেল পারভেজ, সমাজসেবক মীর ফজলে সাঈদ ডাবলু, আজমল হোসেন, বাবুর সরদার প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, এখন জেলখানা আর জেলখানা নেই, মানুষের সংশোধনের একটা সুযোগ ঘর হিসেবে বিবেচনা করা হয়।"

করোনা পরিস্থিতির মধ্যে বুধবার থেকে রমজান শুরু হওয়ায় প্রধান অতিথি বন্দীদের স্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি ইফতার ও সেহরীর বিষয়ে খোঁজখবর নেন। অসুস্থ্য ব্যক্তিদের রোজার সময়ে অধিক সংবেদনশীল হতে জেল কর্তৃপক্ষকে বলেন। বন্দীরা যাতে বিভিন্ন সেলে বসে রমজানের বয়ান-সহ বিভিন্ন অনুষ্ঠান দেখতে পারে সে উদ্দেশ্য প্রদত্ত ৭টি টেলিভিশন সহায়ক হবে বলে তিনি আশা করেন। এটি বিনোদন ও মানসিক বিকাশেও গুরুত্বপূর্ণ ভ’মিকা রাখবে বলে তিনি উল্লেখ করেন।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা