• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

বাগেরহাট জেলা পলিসি ফোরাম গঠন

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ৯ এপ্রিল ২০২১  

সুশাসন প্রতিষ্টা ও উন্নত দেশ গড়তে নাগরিকদের দায়িত্বশীল ভূমিকা খুবই জরুরী।’ বৃহস্পতিবার দুপুরে অনুষ্টিত বাগেরহাট জেলা পলিসি ফোরাম’র সভায় বক্তারা এ মত ব্যক্ত করেন।

বৃটিশ কাউন্সিলের তত্ত্বাবধানে ইউরোপিয় ইউনিয়ন ও মন্ত্রীপরিষদ বিভাগের অর্থায়নে পিফরডি প্রকল্পের ডিপিএফ ভার্চুয়াল সভায় সভাপতিত্ব করেন বাবুল সরদার।

সভায় উপস্থিত সকল সদস্যর সর্বসম্মতিক্রমে বাগেরহাট ডিপিএফ-এর সভাপতি বাবুল সরদার, সহসভাপতি কাউন্সিলর তানিয়া খাতুন এবং সম্পাদক মো: আঃ সালাম সেখ নির্বাচিত হন।

পিফরডি প্রকল্পের সিভিল সোসাইটি কো-অর্ডিনেটর মো: মোফাকক্র মোর্শেদ খান চৌধুরী, আঞ্চলিক সমন্বয়কারী এসকে কামরুল হোসেন, ডিষ্ট্রিক ফ্যাসিলেটেটর গোপীনাথ সাহা-সহ ডিপিএফ সদস্য অধ্যক্ষ খন্দকার আসিফ উদ্দিন রাখী, সমীর বরণ পাইক, মো: আসাদুজ্জামান সেখ, এ.এস.এম মঞ্জুরুল হাসান মিলন, মো: কামরুজ্জামান, ঝিমি মন্ডল, তিথী দেবনাথ, আজমীর আলম খান, রিয়াদ মল্লিক, সুমা খানম, দেবাশীষ দাস, আকলিমা বেগম, সাথী রানী হালদার, রাজিয়া খাতুন, অমিত কুমার সাহা, মো: মিরান মাঝি, শুভ্রদেব মন্ডল প্রমুখ বক্তব্য রাখেন।

সরকারী সিদ্ধান্ত গ্রহন ও জবাবদিহি প্রক্রিয়ায় নাগরিক সমাজের সক্রিয় অংশ গ্রহন নিশ্চিত করতে সহায়ক পরিবেশ সৃষ্টিতে এই কমিটি কাজ করবে।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা