• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

বাগেরহাট পৌরসভায় ডেঙ্গু নিধন কার্যক্রম শুরু

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ১৫ জুন ২০২০  

চলমান করোনা ভাইরাস প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে আজ সকালে বাগেরহাট পৌরসভায় পরিস্কার পরিছন্নতা কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাগেরহাট পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খান হাবিবুর রহমান।

চারটি ফগার মেশিন ও ২০টি স্প্রে মেশিন দিয়ে এই কার্যক্রম শুরু হয়েছে। আগামি তিন মাস ধরে পৌরসভার সকল ওয়ার্ডে এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে পৌর কর্তৃপক্ষ জানান।

উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মোঃ মোজাফফর হোসেন,প্যনেল মেয়র শাহ নেওয়াজ মোল্লা দোলন, মহিলা কাউন্সিলার তানিয়া খাতুন, আসমা আজাদ, শরিফা আক্তার স্বপ্নাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বাগেরহাট পৌরসভার মেয়র বলেন, করোনা সঙ্কটের কারণে জনজীবনে স্থবিরতা নেমে এসেছে। লোকজন কাজ হারিয়ে বেকার হয়ে পরেছেন। অসংখ্য মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন, অনেকে মৃতু বরণ করেছেন। প্রাণঘাতি এই করোনার পাশাপাশি ছড়িয়ে পরছে ডেঙ্গুর ভাইরাস। এ রোগের বিস্তার ঘটার আগেই পৌরসভার পক্ষ থেকে নেয়া হয়েছে পরিচ্ছন্নতা অভিযান। এতে করে শহরকে করোনা ও ডেঙ্গু জীবানু মুক্ত রাখার চেষ্টা চালোনো হেচ্ছে।

এ বিষয়ে জনসাধারণকে তিনি ডাস্টবিনে নির্ধারিত স্থানে আবর্জনা নিক্ষেপসহ স্বাস্থ্য বিধি মেনে পরিস্কার পরিচ্ছন্ন থাকা এবং বিনা প্রয়োজনে নাগরিকদের ঘরের বাইরে না যাওয়ার আহবান জানান।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা