• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

বাগেরহাট শরণখোলায় রিং বাঁধের কাজ শুরু

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ১১ মে ২০২০  

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ৩৫-১ পোল্ডারের বাগেরহাটের শরণখোলা অংশে বেড়িবাঁধে ভাঙন অব্যাহত আছে। দুদিনে শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের বলেশ্বর নদীর পাড়ের গাবতলা-বগী গ্রামসংলগ্ন বাঁধের ১০০ মিটার নদীতে বিলীন হয়ে গেছে। এরই পরিপ্রেক্ষিতে গতকাল সকাল থেকে রিং বাঁধ (গ্রামরক্ষা বাঁধ) দেয়ার কাজ শুরু করেছে পাউবো।

স্থানীয় বাসিন্দা খান শফি উদ্দিন ও জাকির হোসেন বলেন, প্রতি বছরই বগী ও গাবতলা এলাকায় পুরনো বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা নদীগর্ভে বিলীন হয়ে যায়। নদী খেয়ে ফেলে আমাদের বাপ-দাদার ভিটেমাটি। এবারো শুরু হয়েছে ভাঙন। শুক্র ও শনিবার রাতে ভাঙনে প্রায়

১০০ মিটার বেড়িবাঁধ নদীতে বিলীন হয়ে গেছে। সঙ্গে কয়েক একর জমিও চলে গেছে নদীতে। পানি উন্নয়ন বোর্ড ও সিআইপি প্রকল্পের কর্মকর্তাদের তত্ত্বাবধায়নে রিং বেড়িবাঁধের কাজ শুরু হয়েছে। কিন্তু এটা কোনো স্থায়ী সমাধান নয়। নদী শাসন করে টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি জানান তারা।

বাগেরহাট পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. নাহিদুজ্জামান খান বলেন, ভাঙনের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। লোকালয়ে যাতে পানি ঢুকতে না পারে সেজন্য কাজ শুরু করা হয়েছে। দু-একদিনের মধ্যেই রিং বাঁধের কাজ শেষ হবে।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা