• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

বাগেরহাট-৪: নির্বাচন করতে না পারলে দেশত্যাগ করবেন জাপা প্রার্থী

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২০  

বাগেরহাট-৪ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি (জাপা) মনোনীত তিনজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। গত ২৩ ফেব্রুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে আওয়ামী লীগের প্রার্থী আমিরুল আলম মিলন ছাড়া বাকি দুজনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেছেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা।

গতকাল মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রিটার্নিং কর্মকর্তার এই সিদ্ধান্তের বিরুদ্ধে এবং প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেছেন জাতীয় পার্টির মনোনীত প্রার্থী সাজন কুমার মিস্ত্রী। আগামীকাল বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ইসিতে এর শুনানি হবে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে সাজন কুমার মিস্ত্রী বলেন, ‘আমার ভাই ব্যাংক থেকে টাকা নিয়েছেন, আমি সেটার সাক্ষী। সাক্ষী হওয়ায় আমার মনোনয়ন বাতিল করেছে। সাক্ষী হলে নির্বাচন করা যাবে না, এ ধরনের কোনো বিধান আমার আইনজীবী খুঁজে পাননি। তাই আমি আশাবাদী, শুনানির পর আমার পক্ষে রায় আসবে। তাই আপিল করেছি।’

সাজন কুমার মিস্ত্রী বলেন, ‘অনেক চাপ আছে। রায় পেলেও আমি নির্বাচন করতে পারব না। নিষেধ আছে।’

তিনি বলেন, ‘বৈধতা পাওয়ার পরও যদি নির্বাচন না করতে পারি, তাহলে এ দেশে থাকব না। আমি তো আমার সমঅধিকার নিয়েই বাঁচতে পারলাম না। সমঅধিকার নিয়ে বাঁচতে না পারলে সে দেশে থেকে লাভ কী?’

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল গত ১৯ ফেব্রুয়ারি। আর রিটার্নিং কর্মকর্তা মনোনয়নপত্র যাচাই করেন গত ২৩ ফেব্রুয়ারি। আগামী ২৯ ফেব্রুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন এবং ভোটগ্রহণ হবে ২১ মার্চ।

এদিকে বিএনপি মনোনীত প্রার্থী কাজী খায়রুজ্জামান শিপনের মনোনয়নপত্রও বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা