• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

বাগেরহাটে আর্ন্তজাতিক সংখ্যালঘু অধিকার দিবসে মানববন্ধন

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০১৮  

বাগেরহাটে আর্ন্তজাতিক সংখ্যালঘু অধিকার দিবস উপলক্ষে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে বাগেরহাট প্রেসক্লাবের সামনে সুরক্ষা নাগরিক অধিকার ও মর্যাদা (সুনাম) কমিটির উদ্দ্যোগে এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। মানববন্ধনে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ নেয়।

মানববন্ধনে বক্তব্য দেন বাগেরহাট সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাড পারভীন আহম্মেদ, ক্যাবের সভাপতি বাবুল সরদার, সুনাম কমিটির সভাপতি মুখার্জী রবীন্দ্রনাথ, সাধারন সম্পাদক রবীন্দ্রনাথ দেবনাথ, নারী নেত্রী রিজিয়া পারভীন ,জোসনা দেবনাথ, অনিতা রায়, মুক্তিযোদ্ধা মানিক লাল প্রমুখ।

বক্তারা বলেন, অধিকার আদায়ের ক্ষেত্রে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আমরা আর কখন ও সংখ্যালঘুদের উপর নির্যাতন দেখতে চাই না। তাদের অধিকার আদায়ের ক্ষেত্রে সকলকে এগিয়ে আসতে হবে। প্রয়োজনে সংখ্যালঘুদের অধিকার রক্ষার জন্য আলাদা মন্ত্রনালয় গঠন করতে হবে।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা