• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

বাগেরহাটে ইলিশসহ ট্রলার জব্দ

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২ জুলাই ২০২০  

বাগেরহাটের শরণখোলায় গত মঙ্গলবার রাতে নিষেধাজ্ঞা অমান্য করে বলেশ্বর নদে ট্রলারে করে ইলিশ মাছ শিকার করছিল ১৬ জন জেলে। এ সময় উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ সেখানে অভিযান চালিয়ে ট্রলারটি জব্দ করে।

পরদিন বুধবার সকালে জব্দ করা ট্রলার ‘এফবি মা-বাবার দোয়া-১’-এর মালিক বরগুনার মৎস্য ব্যবসায়ী ফোরকান হাওলাদারের কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ ছাড়া ট্রলারে থাকা পাঁচ মণ ইলিশ ও ১৫ মণ অন্য মাছ রাজৈর মৎস্য অবতরণকেন্দ্রে এক লাখ ৫২ হাজার টাকায় নিলামে বিক্রি করা হয়।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সরদার মোস্তফা শাহিন বলেন, ‘ইলিশের প্রজনন বৃদ্ধি ও সংরক্ষণের জন্য গত ২০ মে থেকে সাগরে ৬৫ দিনের অবরোধ চলছে।’ উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা বিনয় কুমার রায় জানান, নিলামে মাছ বিক্রি ও জরিমানার টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে। ৬৫ দিনের অবরোধ সফল করতে তাঁদের অভিযান চলবে।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা