• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

বাগেরহাটে কর্মহীন মানুষের বাড়ি বাড়ি খাদ্য বিতরণ

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২০  

করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া বাগেরহাট জেলার রামপাল ও মোংলা উপজেলার ২ হাজার ৫শ মানুষের বাড়িতে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড. ফরিদুল ইসলাম। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে এ খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়। 

খাদ্যসামগ্রী বিতরণের সময় রামপাল উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাটোয়ারী, আলতাফ হোসেন বাবু, দপ্তর সম্পাদক কাজী জাহিদুল ইসলাম, উপজেলা যুবদলের সভাপতি সিরাজুল ইসলাম, বিএনপি নেতা শেখ ফিরোজ কবির, কামরুজ্জামান মঞ্জু, মিলন আকুঞ্জী, মোফাজ্জেল হোসেন বাদল, আলমগীর কবির বাচ্চু, কাজী অজিয়ার রহমান, তরিকুল সোভন, কামাল, আব্বাস আলীসহ বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

এর আগে রামপাল ও মোংলার সব ইউনিয়নের ২ হাজার ২৫০ জন অসহায় মানুষের বাড়িতে খাদ্যসামগ্রী পৌঁছে দেন নেতাকর্মীরা।

রামপাল উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাটোয়ারী বলেন, করোনা পরিস্থিতি শুরু হওয়ার পর থেকে সেভ দ্যা সুন্দরবন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড. ফরিদুল ইসলাম রামপাল ও মোংলা উপজেলাবাসীর পাশে রয়েছেন। মোংলা ও রামপালের প্রত্যন্ত গ্রামেও তার দেওয়া খাদ্যসামগ্রী আমরা পৌঁছে দিয়েছি। যেসব গ্রামে সড়ক পথে যাওয়া যায় না সেসব জায়গায় নৌকা ও ট্রলার যোগেও খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে।

বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড. ফরিদুল ইসলাম বলেন, দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় রামপাল-মোংলা উপজেলার ১৬টি ইউনিয়ন ও একটি পৌরসভার ১৫৩টি ওয়ার্ডের ২ হাজার ৫শ অসহায় পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করেছি। দেশের এই দুর্দিনে আমরা সবাই যদি নিজ নিজ এলাকার অসহায় মানুষের দায়িত্ব নেই তাহলে এই দুর্যোগ মোকাবিলা করা অনেক সহায় হবে। মানুষ মানুষের জন্য এটাই হোক আমাদের অঙ্গীকার।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা