• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

বাগেরহাটে কৈশোরকালিন স্বাস্থ্য সেবার মান বৃদ্ধিতে সভা

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ১ এপ্রিল ২০২১  

বাগেরহাটে স্থানীয় পর্যায়ে কৈশোরকালিন স্বাস্থ্য সেবার গুনগত মান বৃদ্ধিতে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। বাঁধন মানব উন্নয়ন সংস্থার উদ্যোগে ও একশনএইড এর এফোরআই প্রকল্পের সহযোগীতায় বুধবার সকালে শহরের দশানীস্থ একটি অভিজাত হোটেলে এ সভা অনুষ্ঠিত হয়।

সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ প্রদীপ কুমার বকসি। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি নীহার রঞ্জন সাহা, অধ্যক্ষ শেখ নজরুল ইসলাম, বাগেরহাট ফাউন্ডেশনের সাধারন সম্পাদক আহাদ উদ্দিন হায়দার, সাংবাদিক বাবুল সরদার। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, বাঁধন মানব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক এএসএম মঞ্জুরুল হাসান মিলন।

অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন, বাঁধনের এফোআই প্রকল্পের কো-অর্ডিনেটর খোন্দকার মুশফিকুল ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে একশনএইডের ইন্সপাইরেটর ওবায়দুল্লাহ আল ইমন, কমিউনিটি ক্লিনিকের প্রতিনিধি, এনজিও প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণসহ বাঁধনের ইয়ূথ গ্রুপের সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় কমিউনিটি ক্লিনিকের সেবার মান উন্নত কারনে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা