• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

বাগেরহাটে ছাত্রলীগ নেতার বাড়িতে হামলা, গ্রেফতার ৫

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ১০ এপ্রিল ২০২১  

বাগেরহাটে সাবেক ছাত্রলীগ নেতার বাড়িতে হামলার ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।  শুক্রবার (৯ এপ্রিল) সকালে বাগেরহাট সদর উপজেলার ভাতছালা গ্রামের সাবেক ছাত্রলীগ নেতা তরিকুল ইসলাম ছোট’র মা শাফিয়া বেগমের করা মামলায় এদেরকে গ্রেফতার করে পুলিশ।

এ মামলায় ২১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২৫-৩০ জনকে আসামি করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- বাগেরহাট সদর উপজেলার ভাতসালা গ্রামের আব্দুস সালাম শেখের ছেলে এব্রাহিম শেখ (২৩), এন্তাজ হাওলাদারের ছেলে জাকির হোসেন (৫০), মোতালেব তালুকদারের ছেলে মুরাদ তালুকদার (৩৮), মোখলেছ শেখের ছেলে আলাউদ্দিন শেখ (৪৫) এবং বানিয়াগাতি গ্রামের সাইদ শেখ (২৫)। গ্রেফতারকৃতদের আদলতে সোপর্দ করেছে পুলিশ।

এর আগে বৃহস্পতিবার (০৮ এপ্রিল) বিকেল ৫টায় বাগেরহাট সদর উপজেলার ভাতছালা গ্রামের ছাত্রলীগ নেতা তরিকুল ইসলাম ছোট’র সমর্থক ও আত্মীয়দের ওপর হামলা করে গোটাপাড়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মতি ও তার লোকজন। এতে ছোট’র অন্তত চারজন সমর্থক গুরুতর আহত হয়। আহতদের বাগেরহাট সদর হাসপাতালে এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম বলেন, সাবেক ছাত্রলীগ নেতা  ছোট‘র মা শাফিয়া বেগমের করা মামলায় আমরা ৫ জনকে গ্রেফতার করেছি। অন্য আসামিদের গ্রেফতারের জন্য পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা