• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

বাগেরহাটে জেলেদের মধ্যে চাল বিতরণ

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২০  

ইলিশ আহরণ নিষিদ্ধের কারণে বেকার জেলেদের মধ্যে বিনামূল্যে চাল বিতরণ শুরু হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে শরণখোলা উপজেলা পরিষদ চত্বরে পাঁচ শতাধিক জেলেদের মধ্যে ২০ কেজি করে চাল বিতরণের মাধ্যমে এই জেলেদের সরকারি সহায়তা প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে মা ইলিশ রক্ষায় ইলিশ আহরণ বন্ধ রাখার গুরুত্ব সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক মামুনুর রশীদ। এসময় বক্তব্য দেন বাগেরহাট পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়, বাগেরহাট জেলা মৎস্য কর্মকর্তা ড. খালেদ কনক, শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন, উপজেলা মৎস্য কর্মকর্তা বিনয় কুমার রায় প্রমুখ।

বক্তারা বলেন, ইলিশ মাছ বাংলাদেশের সম্পদ। ইলিশ রক্ষার দায়িত্ব আমাদের সবার। ইলিশের উৎপাদন বৃদ্ধির জন্য সরকার ঘোষিত সময়ে ইলিশ আহরণ বন্ধ রাখা খুবই জরুরি। ইলিশ আহরণ বন্ধ থাকলে জেলেরা বেকার হয়ে পড়েন। তাই জেলেদের স্বাভাবিক জীবন-যাপনের জন্য সরকারের পক্ষ থেকে সহযোগিতা করা হয়েছে। পর্যায়ক্রমে জেলার ১২ হাজার জেলেকে সরকারি সহায়তা দেওয়া হবে। এই সময়ে কোন জেলের পরিবার যাতে খাবারের জন্য কষ্ট না পায় সেদিকও খেয়াল রাখার কথা জানান বক্তারা।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা