• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

বাগেরহাটে তিনদিনব্যাপী কৃষি মেলা শুরু

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ৩ মার্চ ২০২০  

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে তিন দিনব্যাপী কৃষি মেলা শুরু হয়েছে। তিন দিনব্যাপী এ মেলা চলবে ৩-৫ মার্চ পর্যন্ত। আজ মঙ্গলবার সকালে বাগেরহাট সদর উপজেলা পরিষদ চত্বরে এ মেলার উদ্বোধন করেন, সদর উপজেলা চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন।  গোপালগঞ্জ, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ও পিরোজপুর কৃষি উন্নয়ন প্রকল্পের অর্থায়নে সদর উপজেলা কৃষি অফিসের আয়োজনে অনুষ্ঠিত এই মেলায় প্রধান অতিথি ছিলেন, বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক রঘুনাথ কর। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তানজিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তৃতা করেন, সদর উপজেলা ভাইচ চেয়ারম্যান খান রেজাউল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা সাদিয়া সুলতানা প্রমুখ।  এরআগে মেলা উপলক্ষে সদর উপজেলা পরিষদ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। মেলায় কৃষি সম্পর্কিত ২০টি স্টল বসানো হয়। আগামী ৫ তারিখ এই মেলা শেষ হবে। 

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা